করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী, মালদা: রাত পোহালেই মালদায় লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদা জেলার বৈষ্ণব নগর থানা এলাকায় (Police Worker Death)। মৃতদেহ আনা হয়েছে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।
ভোটের ডিউটি করতে এসে পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তান। আনুমানিক বয়স ৪৩ বছর।বাড়ি দার্জিলিং জেলার লামা রোড ওয়ার্ড নাম্বার ২২। সেখান থেকে মালদার বৈষ্ণব নগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে। জরুরী বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসকেরা মৃতবলে বলে ঘোষণা করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
অতীতে এমন ঘটনা আরও একাধিক
প্রসঙ্গত, দেনার দায়ে থেকে শুরু করে একাধিক ইস্যুতে অতীতে পুলিশের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। কখনও কর্মরত অবস্থায় নিজের দিকে রাইফেল তাক করে গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতীর ঘটনা সামনে এসেছে। আবার এমন খবরও এসেছে,পদোন্নতি পাওয়ার খবর সন্তানের মুখ থেকে সবে পেয়েছে পরিবার। ছেলে আসবে বাড়িতে। অপেক্ষায় সবাই। আর ঠিক সেই মুহূর্তে কর্মস্থল থেকে খবর এসেছে, আত্মঘাতী হয়েছেন ছেলে। যা কার্যত মেনেই নিতে পারেনি পরিবার।
আরও পড়ুন, সুন্দরবনে টর্নেডো সতর্কতা জারি, নদী ও সমুদ্রে নামতে নিষেধ মৎসজীবীদের, মাইকিং শুরু পুলিশের
হরিদেবপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ
গত বছর, হরিদেবপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছিল, পুলক দত্ত নামে ওই পুলিশ কর্মী পর্ণশ্রী থানায় কর্মরত ছিলেন। স্ত্রী বারবার যোগাযোগ করতে চেয়েও পারছিলেন না। প্রতিবেশিও চেষ্টা করছিলেন। তারপর কেউ কোনও যোগাযোগ করতে না পেরে পুলিশ এসে দরজা ভাঙে। প্রকাশ্যে আসে বিভীষিকাময় ওই দৃশ্য। পরে পুলিশ সূত্রে খবর আসে, বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন পুলক দত্ত। কিন্তু ঋণের কিস্তি মেটাতে না পেরে মানসিকভাবে ভুগছিলেন। তারপরেই ওই ঘটনা প্রকাশ্যে আসে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।