কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৯ জ্যৈষ্ঠ, ২৪ মে -


সূর্যোদয়- সকাল ৪টা ৫৭ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১২ মিনিট


কালবেলাদি- ৮:১৫, গতে ৯:৫৫ মধ্যে ও ১১:৩৪ গতে ১:১৪ মধ্যে


কালরাত্রি- ২:১৫, গতে ৩:৩৬ মধ্যে 


যাত্রা- শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ২:১১ গতে পশ্চিমেও নিষেধ, রাত্রি ৯:৫২ গতে পূর্বেও নিষেধ, রাত্রি ১:২৮ গতে মাত্র উত্তরে দক্ষিণে ও পশ্চিমে নিষেধ।


শুভকাজ- নামকরণ, সাধভক্ষণ, মুখ্যান্নপ্রাশন


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


কয়েক ঘণ্টার পরই রাশিচক্রে 'মহালক্ষ্মী যোগ', ভাগ্যে অর্থের জোয়ার


জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে কোনও গ্রহের একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর সমস্ত ১২টি রাশির চিহ্নের জীবনে শুভ এবং অশুভ প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই গ্রহের রাশির পরিবর্তন হয়, তখন অনেক ধরনের যোগ এবং রাজ যোগ তৈরি হয়, যা অনেক রাশির জন্য খুবই উপকারী। 


২৪ মে বুধবার চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করলে চাঁদ মঙ্গলের সঙ্গে মিলিত হবে। মঙ্গল ইতিমধ্যেই কর্কট রাশিতে বসেছে। এমতাবস্থায় চন্দ্র ও মঙ্গলের সংমিশ্রণে সৃষ্টি হচ্ছে অত্যন্ত শুভ মহালক্ষ্মী রাজ যোগ। মহালক্ষ্মী রাজ যোগের শুভ প্রভাব ২৪ মে গঠিত হতে চলেছে। অনেক রাশির চিহ্নের জীবনে একটি শুভ প্রভাব আসতে চলেছে এর ফলে। ৩টি রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে উপকৃত হতে চলেছে। এই সময়ে কোন মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে তা জেনে নিন।  


মেষ রাশি


জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র ও মঙ্গল গ্রহের মিলনে মহালক্ষ্মী রাজ যোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকারা অনুকূল প্রভাব পাবেন। এই সময়ে মেষ রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে। এ সময় পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ের মধ্যে পদোন্নতির সমস্ত লক্ষণ দৃশ্যমান। চাকরির ক্ষেত্রেও নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।


মিথুন রাশি


মিথুন রাশির লোকেরাও চন্দ্র এবং মঙ্গল গ্রহের মিলনে গঠিত রাজ যোগ থেকে অনুকূল ফল পাবেন। কর্মক্ষেত্রে বাড়তে দেখা যাবে। এই সময়ে ব্যবসায় লাভের লক্ষণ রয়েছে। এই সময়ের মধ্যে একটি যানবাহন, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং শারীরিক সুখও পাবেন।


তুলা রাশি


জ্যোতিষ শাস্ত্র অনুসারে তুলা রাশির জাতকদের জন্য এই যোগ বিশেষ হতে চলেছে। এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ব্যয়ও নিয়ন্ত্রণ করা যায়। এই সময়ে আয়ের নতুন উৎসও পাওয়া যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। যারা চাকরি খুঁজছেন তারাও সাফল্য পেতে পারেন।