কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা (Daily Astrology) সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২৫ শ্রাবণ, ১১ অগাস্ট -


সূর্যোদয়- সকাল ৫টা ১৫ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬টা ১১ মিনিট


বারবেলাদি- ৮:২৯ গতে ১১:৪৩ মধ্যে


কালরাত্রি- ৮:৫৭ গতে ১০:২০ মধ্যে 


যাত্রা- নেই, দিবা ৬:৪৩ গতে যাত্রা মধ্যম পশ্চিমে ও উত্তরে নিষেধ, দিবা ৭:৪৬ গতে যাত্রা শুভ, দিবা ৭:৫৫ গতে মাত্র পশ্চিমে নিষেধ, রাত্রি ৭:১৪ গতে পুনঃ যাত্রা নেই, রাত্রি ১০:৫০ গতে পুনঃ যাত্রা শুভ মাত্র পশ্চিমে নিষেধ, শেষরাত্রি ৪:৪৩ গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ


শুভকাজ- দিবা ৬:৪৩ গতে নামকরণ, দেবতাগঠন, শান্তিস্বস্ত্য়য়ন


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে । ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে। আপনি যদি একটি নতুন কাজ শুরু করতে চান তবে আপনার ঘনিষ্ঠ বন্ধুরা আপনাকে সহযোগিতা করবে।ব্যবসায় বন্ধুদের থেকে আপনি লাভবান হবেন।ব্যবসায়ীরা যদি ব্যবসায় বড় বিনিয়োগ করতে চান তবে তা আপনার জন্য শুভ হবে। 


বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি ব্যস্ত দিন হবে। আপনি আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন। অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না। অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের সদস্যরাও আপনার উপর রেগে যেতে পারেন।


মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি ঝামেলার দিন হতে পারে। ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত। সাবধানে গাড়ি চালান, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। আপনার কাছের কারোর উদ্বেগ আপনাকে কষ্ট দিতে পারে। 


কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন। আপনার স্বাস্থ্যে উত্থান-পতন থাকবে।কখনও কখনও আপনার মনে হবে আপনি একেবারে ভালো আছেন আবার কখনও মনে হবে আপনি খুব অসুস্থ । আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আগামীকাল অংশীদারিত্বের মাধ্যমে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে পারবেন।


সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাড়াতে পারেন।  নতুন কাজ শুরু করতে পারেন, এবং একটি নতুন প্রকল্পে কাজ করতে পারেন। আপনি ব্যবসায় লাভবান হবেন। 


কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভাল যাবে। বাড়িতে অতিরিক্ত কাজের কারণে আগামীকাল আপনি শারীরিক ক্লান্তি বা শরীরে কোনো ধরনের ব্যথায় ভুগতে পারেন। নতুন ব্যবসা খুলতে চান তবে আপনি এতে বাধার সম্মুখীন হতে পারেন। 


তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতাপূর্ণ দিন হতে পারে। কোনো কাজ করার আগে সাবধান হওয়া উচিত। আপনার কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কাউকে কোন প্রকার টাকা ধার দেবেন না। অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে।


বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো যাবে।ব্যবসায়ীরা যদি তাদের বন্ধ ব্যবসা আবার শুরু করতে চান। আগামীকাল তার জন্য একটি শুভ দিন। শেয়ারবাজারে বা ফটকা বাজারে বড় বিনিয়োগ করতে পারেন।


ধনু রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। যে দুশ্চিন্তা আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল, তা কেটে যেতে পারে। 


মকর রাশির জাতকদের জন্য কিছুটা ঝামেলার হবে। কারও কাছ থেকে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। যার কারণে আপনাকে আর্থিক সংকটেও পড়তে হতে পারে। আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে।


কুম্ভ রাশির জাতকদের জন্য উত্থান-পতনের দিন হবে। আপনার স্বাস্থ্য সম্পর্কে কথা বলতে গেলে, আপনি কোনও দীর্ঘস্থায়ী রোগে সমস্যায় পড়তে পারেন। কোনো কাজ করার আগে ভালোভাবে তদন্ত করুন। 


মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন কাটবে। আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের পরিচিতি থেকে ব্যবসায় প্রচুর সুবিধা পেতে পারেন।