লন্ডন: ২০০২-র গুজরাত দাঙ্গায়(Gujarat Riot 2022) ভারতের প্রধানমন্ত্রী ও গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী (PM Narendra Modi) নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসি-র তথ্যচিত্রে (BBC Documentary) যে প্রশ্ন তোলা হয়েছে, তার বিরোধিতায় সরব হলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, এমন অবস্থানের সঙ্গে মোটেও সহমত নন তিনি।


কী বললেন সুনক?
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য, 'এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান দীর্ঘ দিন ধরেই যা ছিল, তাই রয়েছে। আমরা পৃথিবীর কোনও প্রান্তেই নির্বিচারে হত্যার ঘটনা সমর্থন করি না। তবে যে ভাবে এখানে বিষয়টি তুলে ধরা হয়েছে, তার সব কিছুর সঙ্গে সহমত নই।' হঠাৎ কেন এমন মন্তব্য করলেন সুনক? পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ইমরান হুসেন হালেই বিবিসি-র একটি বিতর্কিত তথ্যচিত্রের প্রসঙ্গ তুলেছিলেন সে দেশের পার্লামেন্টে। অবশ্য সেটি আগেই নিন্দার মুখে পড়েছে। তথ্য়চিত্রের সমালোচনা করে জনৈক ব্রিটিশ নাগরিক বলেন, 'বিবিসি কোটি কোটি ভারতীয়ের ভাবাবেগে আঘাত করেছে।' লর্ড রামি রেঞ্জার নামে ওই বাসিন্দা ট্যুইটারে লিখেছিলেন, '...গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় পুলিশ ও ভারতীয় বিচারব্যবস্থাকেও  অপমান করা হয়েছে। আমরা যেমন এই দাঙ্গা ও প্রাণহানির নিন্দা করি, ঠিক তেমনই এই পক্ষপাতদুষ্ট রিপোর্টিংয়েরও কড়া সমালোচনা করছি।'


ভারতের প্রতিক্রিয়া...
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'আমাদের মনে হয়, এটি এক ধরনের পক্ষপাতদুষ্ট প্রচারের অংশ। এর মধ্যে কোনও বস্তুনিষ্ঠতা নেই। এটিও খেয়াল রাখা দরকার যে তথ্যচিত্রটি ভারতে এখনও দেখানো হয়নি। এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ সেক্ষেত্রে এটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে।' তবে একই সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্রের সংযোজন, '...কেন এই হঠাৎ চেষ্টা শুরু হল, এর নেপথ্যে কী কারণ রয়েছে, সেটাই ভাবাচ্ছে আমাদের।' প্রসঙ্গত, বিবিসি-র দুটি পর্বের ওই সিরিজে গুজরাত দাঙ্গার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করা হয়েছে। তথ্যচিত্রটি সম্প্রচার হওয়ার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয় তথ্যচিত্রটি। ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে করসেবকদের উপর হামলার অভিযোগ ও হত্যার ঘটনার খবর ছড়াতেই তেতে ওঠে তামাম গুজরাত। ওই ঘটনার দিন থেকে পরের ৭ দিন রাজ্যের নানা প্রান্তে তুমুল অশান্তি হয় যার জেরে বিপুল প্রাণহানি হয়েছিল, উদ্বাস্তু হন লক্ষাধিক। অনেকের মতে, দেশভাগের পর এমন ভয়াবহ দাঙ্গা আগে হয়নি। সেই প্রেক্ষাপটেই এই সিরিজ।


আরও পড়ুন:মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন