কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৬ শ্রাবণ, ২৩ জুলাই -
সূর্যোদয়- সকাল ৫টা ৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২১ মিনিট
বারবেলাদি- ১০:৪, গতে ১:২৩ মধ্যে
কালরাত্রি- ১:৪, গতে ২:২৫ মধ্যে
যাত্রা- শুভ পূর্বে পশ্চিমে উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ৮:১২ গতে মাত্র পশ্চিমে ও উত্তরে নিষেধ, অপরাহ্ন ৫:১৫ গতে মাত্র পশ্চিমে নিষেধ
শুভকাজ- পঞ্চামৃত, সাধভক্ষণ, মুখ্যান্নপ্রাশন, শান্তিস্বস্ত্যয়ন
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- পেশার দিকে নজর দিন। প্রেমিক-প্রেমিকার রসায়ন আরও গভীর হবে। কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন কোনও পরিচিত। অতিরিক্ত খাবার খাওয়া এড়িয়ে যান। কারণ, পেটের সমস্যা দেখা দিতে পারে।
বৃষ- আপনার জ্ঞানের কথা কারও কাজে আসতে পারে। আজ খুব বেশি কাজ করা থেকে বিরত থাকুন। পরিবর্তে পরিবার ও বন্ধুদের সঙ্গে কিছু ভাল সময় কাটান। পরিবারের সঙ্গে কোনও সুখস্মৃতি তৈরির জন্য একদিনের বেতন কাটানো খারাপ হবে না। আর্থিকভাবে দিনটি অনুকূল। তবে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে।
মিথুন- নেতিবাচক মানসিকতাকে প্রশ্রয় দেবেন না। যে কাজ আপনাকে আনন্দ দেয়, সেকম কোনও কাজে যুক্ত হয়ে নিজের সঙ্গে কিছু সময় কাটান। ভালবাসায় শক্তি বাড়বে। বন্ধুদের সঙ্গে মিলিত হলে পেশাগত জীবনের চাপ কমে যেতে পারে। আর্থিক ও স্বাস্থ্য-সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে।
কর্কট- অঙ্গীকার পূরণে আজ নজর দেবেন। প্রেমে ইতিবাচক ইঙ্গিত মিলবে। যদি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে বিষয়টা আর একবার ভেবে দেখুন। স্বাস্থ্য সংক্রান্ত অস্বস্তি দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। তবে, চিন্তা করবেন না। কারণ ছোটখাট সমস্যা দেখা দিতে পারে। নিজের সুস্থ থাকাকে অগ্রাধিকার দিন।
সিংহ- ভালবাসার মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। অদূর ভবিষ্যতে বড়সড় কোনও পরিবর্তন দেখা দিতে পারে। প্রেম গভীর হবে। আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। সৃষ্টিশীল পেশার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা প্রোমোশন পেতে পারেন।
কন্যা- আজ যা পছন্দ করবেন, তার প্রভাব হবে সুদূরপ্রসারী। তাই বুদ্ধি দিয়ে ভাবুন এবং হঠাৎ করে কোনও সিদ্ধান্তে পৌঁছবেন না। মুখের ভাষায় লাগাম দিন। কারণ, কাছের কোনও মানুষকে তিক্ত কথা বলে ফেলতে পারেন। যার জেরে ভবিষ্যতে অনুশোচনা করতে হতে পারে। অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার অনুকূলে থাকবে।
তুলা- পেশাগত জীবনে স্থিতিশীলতা আসবে। রোম্য়ান্স করার সুযোগ পেতে পারেন। কাগজকলমের কাজ সারতে প্রস্তুতি নিন। প্রোমোশন পেতে পারেন। আর্থিক ও শারীরিক অবস্থার দিকে নজর দিন।
বৃশ্চিক- সঙ্গীদের চাপ নিয়ে সতর্ক থাকতে হবে ছাত্র-ছাত্রীদের। অনৈতিক প্রভাব এড়িয়ে যাওয়া ভাল। ওষুধের সাহায্যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার। আর্থিকভাবে কোনও বড় পরিবর্তন দেখা যাবে না।
ধনু- এমন কোনও প্রোজেক্ট হাতে নিতে পারেন, যার মাধ্যমে অদূর ভবিষ্যতে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। ব্যক্তিগত জীবন স্থিতিশীল থাকবে। আর্থিক অবস্থাও হবে সন্তোষজনক। আজ শিশুদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই যথাযথ যত্ন নিন।
মকর- আপনার একগুঁয়েমি বা জেদি স্বভাব আজ সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ, আপনার এই স্বভাব দেখে অন্যরা আপনাকে বিচার করতে পারেন। পেশাগত ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। পরিবারের সদস্যদের থেকে ভাল খবর পেতে পারেন। স্বাস্থ্য ও সম্পদ সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। আর্থিক সঙ্কটের জেরে মানসিক চাপ বাড়তে পারে।
কুম্ভ- ফোনে ভাল খবর পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। কারণ, হাতে নগদ টাকা আসতে পারে। পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ সন্ধেয়। সুযোগ আসতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যিনি অপ্রত্যাশিত ভাল খবর নিয়ে আসবেন।
মীন- ব্যক্তিগত জীবনে সাধারণ সমস্যা দেখা দিতে পারে। দম্পতির মধ্যে ভুল বোঝাবুঝি ও ইগোর সমস্যা দেখা দিতে পারে। যদিও আপনি তা ম্যানেজ করতে পারবেন। আয় বৃদ্ধির প্রত্যাশা করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।