কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২১ জ্যৈষ্ঠ, ৫ জুন -


সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৬ মিনিট


কালবেলাদি- ৬:৩৬, গতে ৮:১৬ মধ্যে ও ২:৫৬ গতে ৪:৩৬ মধ্যে


কালরাত্রি- ১০:১৬, গতে ১১:৩৬ মধ্যে 


যাত্রা- শুভ পূর্বে ও উত্তরে নিষেধ, দিবা ৭:৩১ গতে যাত্রা নেই


শুভকাজ- বিবাহ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে এ সপ্তাহের রাশিফল


মেষ- এই সপ্তাহটা মোটের উপর ভালই যাবে। ব্যক্তিগত এবং পেশাগত জীবন ঠিকমতোই কাটবে। ভারসাম্য বজায় থাকবে। জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখুন। পরিবারের সবাই আপনার পাশে থাকবে। বাড়ির কাউকে আঘাত দেবেন না।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। কর্মক্ষেত্রে সবার সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এখনই কোনও নতুন বিনিয়োগ করবেন না। 


বৃষ- এই সপ্তাহে মন শান্ত রাখুন। নানা সমস্যার সামনে পড়তে পারেন। কিন্তু মন শান্ত রাখলে সেই সমস্য়া আপনাকে ভোগাবে না। পরিবারের সদস্যরা আপনার পাশে থাকবে। তাঁরাই আপনাকে ঠিক রাস্তা চেনাবেন। বাবা-মায়ের তরফেও সাহায্য পাবেন। কোনওরকম তর্ক-বিতর্কে জড়াবেন না। কিছু কিছু সহকর্মীদের থেকে সতর্ক থাকুন। খরচের ক্ষেত্রে সাবধানে থাকুন। খুব বেশি খরচ করলে সঞ্চয়ে ধাক্কা লাগতে পারে। 


মিথুন- আপনার পেশাগত জীবনের উন্নতির একাধিক সুযোগ আসবে, সেগুলি কাজে লাগান। তার প্রভাব পড়বে ব্যক্তিগত জীবনে। কোনও কোনও আত্মীয়ের জন্য উদ্বেগ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ার চেষ্টা করুন। পেশাগত জীবনে প্রচুর সময় দিতে লাগবে। নতুন নতুন বিনিয়োগের সুযোগ আসবে, সেখান থেকে লাভ মিলবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হতে পারে। ছোটখাট ঝামেলা এড়িয়ে চলুন। তাতে দাম্পত্যসম্পর্ক আরও ভাল হবে।  









সিংহ- জীবনে কার গুরুত্ব রয়েছে, এই সপ্তাহে তা অনেকটাই বুঝতে পারবেন। কিন্তু নিজে প্রয়োজন বুঝে গুরুত্ব দিতে পারবেন না। সেই কারণে ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েন হতে পারে। সন্তানের উপর নজর রাখুন। নিজের কাজের দিকে এই সপ্তাহে একটু বেশি মনোযোগ দিতে হবে আপনাকে। আগামী সপ্তাহে কিছু কিছু কাজ আপনার হাতে আসতে পারে। সেগুলি আপনাকে ব্যস্ত রাখবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে খরচে লাগাম দিতে হবে আপনাকে। 


কন্যা- ব্যক্তিগত হোক বা পেশাগত জীবন, এই সপ্তাহে সবটাই ঠিকমতো সামাল দিতে পারবেন আপনি। এর ফলে আপনার মনও ভাল থাকবে। কাজের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করতে পারবেন। হাতের কাজ জমিয়ে রাখবেন না। নয়তো পরে সমস্যা তৈরি হতে পারে। নিজে সঞ্চয়ের দিকে মন দিন। পরিবারের সদস্যদেরও সঞ্চয় বৃদ্ধি করতে বলুন। এই সপ্তাহে বেশকিছু কঠিন পরিস্থিতির সামনে পড়তে হতে পারে। কোনওরকম সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় আলোচনা করুন, তাহলেই সমাধান বেরবে। 


তুলা- এই সপ্তাহ মোটের উপর ভালই কাটবে। এতদিন যা যা পরিকল্পনা করেছেন। এবার সেটাই বাস্তবে রূপায়িত করার সময় হয়েছে। যাবতীয় চিন্তা ও উদ্বেগ কমে যাবে। নতুন করে জীবন শুরু হয়েছে মনে হবে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে সামান্য বিচলিত হতে পারেন আপনি। ভাই-বোনকে নিয়ে চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে, সেটা কাজে লাগাবেন। প্রেমের সম্পর্কে জোয়ার আসতে পারে।


বৃশ্চিক- এই সপ্তাহে যে কোনও সমস্যা মোকাবিলা করতে পারবেন আপনি। নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে হবে। তাহলেই সমস্যার সমাধান হবে। পরিবার আপনার পাশে থাকবে, তাদের থেকে সবরকম সাহায্য পাবেন। সন্তানের দিকে নজর রাখুন, প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলুন। কর্মক্ষেত্রে খুব ভালভাবে কাজ করতে পারবেন আপনি। একাহাতে কাজ শেষ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন আপনি। তাঁরা আপনার উপর ভরসা করবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু এই সময়ে আপনার আরও বেশি সঞ্চয় করার দিকে খেয়াল রাখতে হবে।


ধনু- যতটা সম্ভব, সতর্ক থাকুন এবং শুধু কাউকে বিশ্বাস করবেন না। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে অনেক ভালো কিছু ঘটবে। যাঁরা অন্য দেশে যেতে চান তাঁরা এই সময়টিকে বেশ শুভ মনে করতে পারেন। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ মিটে যেতে পারে। গৃহ নির্মাণের আলোচনা। নেতিবাচক মনোভাবকে প্রশ্রয় দেবেন না।


মকর- এই সপ্তাহে কর্মজীবনে এগিয়ে যাবেন। আপনাকে অনেকগুলি সমালোচনামূলক সিদ্ধান্ত নিতে হবে, যা উদ্বেগের কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনার চিন্তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন এবং আপনার চেয়ে অভিজ্ঞ কারো সাহায্য নিন। এই সপ্তাহে আর্থিক সমস্যার সমাধান হবে। অভাবের পরিমাণ বৃদ্ধি পাবে। বাড়িতে অনেক অতিথি আসার সম্ভাবনা। 


কুম্ভ- আপনি কয়েকটি ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারেন। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বৃদ্ধির আশঙ্কা। বন্ধুর কোনও কাজের জন্য সংসারে অশান্তি। সহকর্মীর কোনও ভুলের জন্য কাজের ক্ষেত্রে অশান্তি। ব্যবসায় ভাল কিছু ঘটতে দেরি আছে। এই সপ্তাহে কারও কথা শুনে নিজের জীবনের কোনও সিদ্ধান্ত নেবেন না। নিজের জীবনের লক্ষ্য নিয়ে স্থির থাকুন।


মীন- জীবনে যা যা বদলে ফেলার প্রয়োজন। এই সপ্তাহে সেই কাজটি করতে পারেন। এই সপ্তাহ ব্যক্তিগত ও পেশাগত জীবন ভাল কাটবে আপনার। সপ্তাহটি পেশাগতভাবে আপনার জন্য বেশ উপকারী হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে, যা মানসিক শান্তি ব্যাহত করতে পারে। পড়ুয়াদের ক্যারিয়ার গ্রাফ হঠাৎ করেই নতুন উচ্চতায় উঠবে। অন্যের জীবনে হস্তক্ষেপ করবেন না