পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, বালেশ্বর:  ৫১ ঘণ্টা পর বাহানাগায় (Bahanaga ) গড়াল ট্রেনের চাকা। ভয়াবহ দুর্ঘটনার (Odisha Train Accident )৩ দিনের মাথায়, আপ ও ডাউন দুটি লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।


দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল


সকালে পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস ও পুরুষোত্তম এক্সপ্রেস ধীর গতিতে নতুন লাইনের ওপর দিয়ে পাস করে। অভিশপ্ত ওই এলাকা ধীর গতিতে পেরোয় হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেসও। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকে হাওড়া-ভদ্রক রুটে সবকটি ট্রেনই চলছে। শুধুমাত্র হাওড়া-ব্য়াঙ্গালোর যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। বেলা ১০টা ৫০-এর পরিবর্তে হাওড়া থেকে দুপুর ৩টেয় ছাড়বে। রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ। পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। 


একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ( Coromandel express accident  ) এলাকায় চলছে মেরামতির কাজ। এখনও অস্থায়ী মর্গ ও হাসপাতালে পরিচয়হীন মৃতদেহের স্তূপ। দেহ শনাক্তকরণ কেন্দ্রে প্রিয়জনের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ।      


অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। নাশকতা, অন্তর্ঘাত নাকি, অন্য কিছু জানতে ঘটনাস্থল পরিদর্শন করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।