কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২১ শ্রাবণ, ৭ অগাস্ট -
সূর্যোদয়- সকাল ৫টা ১৩ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৩ মিনিট
কালবেলাদি- ৬:৪৭ গতে ৮:২৮ মধ্যে ও ২:৫৭ গতে ৪:৩৬ মধ্যে
কালরাত্রি- ৯:২১ গতে ১১:৪৩ মধ্যে
যাত্রা- নেই, দিবা ১১:২১ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- ঝঞ্ঝাট থেকে দূরে থাকলে ভাল হয়। কাজ নিয়ে ক্ষোভ তৈরি হতে পারে। কথা বুঝে বলুন। নইলে অসুবিধায় পড়তে পারেন।বাইরের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন।
বৃষ- চাকরি স্থানে সুনামের সম্ভাবনা। শরীরের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আজ শুভ দিন। তেমন কোনও সাহায্য পাওয়ার আশা রাখবেন না। খরচ কমানোর চিন্তাভাবনা করতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে।
মিথুন- পেটের রোগের আশঙ্কা। প্রেমে ভাল দিন হতে চলেছে আজ। ব্যবসা নিয়ে সতর্ক থাকুন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট- প্রেমে বাধা আসতে পারে। বাড়ি থেকে দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। লিভারের সমস্যা বাড়তে পারে। দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে।
সিংহ- বিয়ের আলোচনা হতে পারে। খারাপ ব্যবহার পেতে পারেন আজকে কারও কাছ থেকে। শরীর নিয়ে সতর্ক থাকুন।
কন্যা- লটারি থেকে প্রাপ্তিযোগ রয়েছে।অর্থ সঞ্চয় করুন। প্রেমে বিরহের সম্ভাবনা রয়েছে। ভাল কাজ করেও বদনাম জুটতে পারে। দাম্পত্যে অশান্তি বয়ে আসতে পারে।
তুলা-ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন।কাছের মানুষের থেকে আঘাত পেতে পারেন। কাজের জায়গা বদল হতে পারে।
বৃশ্চিক- ইচ্ছেপূরণ হবে আজ। ব্যবসায় সাফল্য মিলেছে। বন্ধুর বিষয়ে কাজের ব্যাঘাত ঘটতে পারে।প্রেমে জটিলতা কাটতে চলেছে।
ধনু- ভূমি ক্রয়ে সতর্ক থাকলে ভাল হয়।বিনিয়োগে ভাল ফল মিলবে। সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি বয়ে আসতে পারে। নতুন কাজের খবর আসতে পারে।
মকর-বাড়িতে অশান্তি হতে পারে। মা-বাবাকে সময় দিন। প্রেমের ইস্যুতে বিবাদ তৈরি হতে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। আয়ের দিক থেকে আজকের দিনটি ভাল যেতে পারে।
কুম্ভ- সুখবর আসতে পারে আজ।বিয়ের আলোচনা হতে পারে।প্রেমে বিবাদের সম্ভাবনা। নতুন চাকরির সন্ধান আসতে পারে। প্রেমে চাপ বাড়তে পারে।
মীন- কাজের নতুন খবর আসতে পারে।শরীরে আঘাত লাগার সম্ভাবনা। পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়তে পারে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, নইলে অসুবিধা বাড়তে পারে।