কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৪ ফাল্গুন, ২৭ ফেব্রুয়ারি -


সূর্যোদয় - সকাল ৬টা ৭ মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৫টা ৩৪ মিনিট


বারবেলাদি - ৭:৩৩ গতে ৮:৫৯ মধ্যে ও ১:১৭ গতে ২:৪২ মধ্যে


কালরাত্রি - ৭:৮ গতে ৮:৪২ মধ্যে


যাত্রা - শুভ উত্তরে নিষেধ, দিবা ১০:৩৬ গতে যাত্রা নেই, রাত্রি ১০:২৪ গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে অগ্নিকোণে ঈশানেও নিষেধ, রাত্রি ১১;৩৬ গতে পুনঃ যাত্রা নেই


শুভকাজ- নেই


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ রাশি (Aries)- কাজে ব্যস্ততা থাকবে। অফিসে ব্যস্ততা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া কাজগুলি আগে শেষ করুন। এমন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাল হবে, আপনার উপর খুশি হবেন। ব্য়বসায় কোনও বিরোধ চললে উল্টোদিকের পক্ষ আপনাকে সমঝোতার প্রস্তাব দিতে পারে, তবে সেটা গ্রহণ করার আগে সবদিক ভেবে নিন। তরুণরা তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করুন। জীবনসঙ্গী আপনাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে।


বৃষ রাশি (Taurus)- এদিন কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। আপনার নির্দিষ্ট পরিকল্পনা শত্রুকে পরাজিত করতে সাহায্য করবে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা খেয়াল রাখবেন যেন আপনার কোনও কাজে আইন না ভাঙে। নয়তো ঝামেলায় পড়তে হতে পারে। আপনার সামনে কোনও মর্মান্তিক ঘটনা ঘটতে পারে তার জন্য নিজের হৃদয় ও মানসিক অবস্থা শক্তিশালী রাখুন। বাবা বা বড়ভাইয়ের কাছে কোনও প্রতিশ্রুতি দিয়ে রাখলে তা পূরণ করার সময় এসেছে। 


মিথুন রাশি (Gemini) - এদিন সাবধানে চলাফেরা করুন। যাঁদের স্মৃতিশক্তি দুর্বল তাঁরা কাজের সময় সতর্ক হোন। চাকরির ক্ষেত্রে কোনও বিষয় ভুলে গেলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন। অংশীদার এবং কর্মচারীদের বিষয়ে সাবধান থাকুন। বড়দের কাছ থেকে স্নেহ পাবেন আপনি, এই কারণেই অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের মুখোমুখি হতে পারেন। তার জন্য মানসিক চাপের মুখে পড়তে হতে পারে।   


কর্কট রাশি (Cancer)- অফিসে আপনার সহকর্মীরা আপনার সঙ্গে ভাল ব্যবহার করবেন। সবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। যা আপনার সব কাজকে সহজ করে তুলতে পারবে। ব্য়বসায়ীরা এদিন হঠাৎ করে সবাইকে বিশ্বাস করবেন না। তেমনটা করলে প্রতারিত হতে পারেন। যাঁরা কোনও প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁরা এমন বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে যান যা নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হয়। রাগ নিয়ন্ত্রণ করুন, রাগ কমলেই সব স্বাভাবিক হয়ে যাবে। পরিবার নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাইলে ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিন। গর্ভবতী মহিলারা তাঁদের স্বাস্থ্যের দিকে নজর দিন।


সিংহ রাশি  (Leo)- দিনটি মোটের উপর ভাল যাবে। এতদিন যা পরিশ্রম করেছেন এদিন তার জন্য় খ্যাতি পাবেন। এর ফলে আপনি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন। যাঁরা অর্থসংক্রান্ত কোনও ব্য়বসার সঙ্গে যুক্ত, তাঁরা এদিন আইনি পরিস্থিতির দিকে নজর রাখুন। সরকারি কোনও কাজ আপনার হাতে থাকলে তা নিয়ে দেরি করবেন না। এদিন হাড়ের ব্য়থায় ভুগতে পারেন। হালকা খাবার খান। 


কন্যা রাশি (Virgo)- অফিসে অন্য সহকর্মীরা কী কাজ করছেন তার দিকে নজর দেওয়ার দরকার নেই। নিজের কাজ করে যান। অপ্রয়োজনীয় বিষয়ে মাথা না ঘামালেই দ্রুত কাজের ফল পাবেন। ব্য়বসায়ীরা যে কোনও আটকে থাকা কাজ দ্রুত শেষ করতে পারবেন। পরিবারে বড়দের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তাঁদের পরামর্শকে গুরুত্ব দিন। তাঁদের নির্দেশমতো চলার চেষ্টা করুন। সুস্থ থাকার জন্য় স্বাস্থ্য সংক্রান্ত সব নিয়ম মেনে চলুন। ঘুমের ব্য়ঘাত যেন না হয়। 


তুলা রাশি (Libra) - যাঁরা বহুজাতিক সংস্থায় কাজ করছেন, তাঁরা এখন ধৈর্য ধরুন। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, মেপে পা ফেলুন। এদিন স্টক মার্কেটে বড় কোনও বিনিয়োগের আগে সেই সংস্থার নথিপত্র ভাল করে পড়ে দেখুন। ব্য়বসায়ীরা সব নথি পড়ে তারপরেই সই করবেন। শিক্ষার্থীদের তাঁদের পড়াশোনা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বড়দের কোনও কথা মনে রাখবেন না আপনার খারাপ লাগলেও আপনার মঙ্গল চেয়েই এমন কথা বলা হয়েছে।


বৃশ্চিক রাশি (Scorpio)- দিনটি ভাল যাবে। এই দিনটি কাজের জন্য় খুব গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কোনও কাজ দিলে তা দ্রুত করে ফেলুন। ব্যবসায়ীরি বিদেশি যোগাযোগের কারণে লাভবান হতে পারে, বিদেশি সংস্থার সঙ্গে ব্য়বসা করে ভাল লাভের মুখে দেখতে পারেন, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। তরুণেরা শুধুমাত্র তাঁদের কাজের প্রতি মনোযোগ দিন, তাহলে ভাল হবে। পরিবারে কোনও বিবাদ চললে তা সমাধানের চেষ্টা করা উচিত। স্বাস্থ্য ভাল থাকবে।


ধনু রাশি (Sagittarius) - কর্মক্ষেত্রে কোনও সমস্যা হলে বা কাজ বুঝতে অসুবিধা হলে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। বসের অনুপস্থিতিতে অফিসের দায়িত্ব যদি আপনার উপর হয়, তাহলে সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। ব্যবসায়ীরা কাজের জন্য বাইরে কোথাও গেলে ফল পাবেন। ব্যবসা সম্প্রসারণের কথাও ভাবতে পারেন। তরুণরা কোনও নেতিবাচক মন্তব্য় শুনে মন খারাপ করবেন না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন।


মকর রাশি (Capricorn) -  অফিস সংক্রান্ত বিষয়ে যদি কোনও চিন্তা থাকে, তাহলে বুদ্ধি খাটিয়ে কঠিন সময়েও ভাল সমাধান খুঁজে পাবেন। কাজ সহজে মিটে যাবে। ব্য়বসায়ীরা অর্থ সঙ্কটের মুখে পড়তে পারেন, আলস্য কাটিয়ে উদ্যম নিলে সহজেই সমস্যার সমাধান হবে। তরুণদের ভাগ্য সহায় হবে। পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। গাঁটের ব্য়থার সমস্যা থাকলে শরীরের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। 


কুম্ভ রাশি (Aquarius) - আপনি এদিন আপনার সহকর্মীর পাশে দাঁড়াতে পারেন। প্রয়োজনে সহকর্মীকে অর্থ সাহায্য করতে পারেন। তবে সাহায্য করার সময় সতর্ক থাকবেন, সেই ব্যক্তি আপনাকে মিথ্যে কথাও বলতে পারে। খাবারের ব্য়বসা যাঁরা করছেন তাঁরা সতর্ক থাকবেন। ব্য়বসায়িক বিষয়ে কোনও দ্বিধায় থাকলেও সেটাকে সমস্যা মনে করবেন না। তরুণরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সেইদিকেই এখন মনোযোগ দিন। কথায় নিয়ন্ত্রণ রাখুন, তর্ক এড়িয়ে চলুন। 


মীন রাশি (Pisces) - কাজের জায়গায় খুব ভাল কাটবে। প্রত্যেকে আপনার কথায় গুরুত্ব দেবে। তবে আপনার উচিত, অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। যাঁরা মুদির জিনিসের ব্যবসা করেন, তাঁদের জন্য দিনটি ভাল। অনেকের পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে, আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় মন দিতে হবে শিক্ষার্থীদের। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব ঠিক নয়, ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন।