সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: গত কয়েকদিন ধরেই এলাকায় প্রায়শই মারা যাচ্ছিল বেশ কিছু কুকুর এবং কুকুরছানা। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই। গ্রামবাসীদের অভিযোগ বিষপ্রয়োগ করে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কুকুরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্য়ুর কারণ জানতে কুকুরের (Dog Death) ময়না তদন্ত করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় কুকুর (Street Dog Death) ও কুকুরের শাবকের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রায় ১৬টি কুকুরের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ খাবারে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। বড়-ছোটো মিলিয়ে ৩০টি কুকুর ছিল, তাদের অনেকেরই মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি কুকুর এখন অসুস্থ বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের দাবি, গত বছরও একই রকম ভাবে কুকুরের মৃত্যু হয়েছিল। এই বছরও প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে কুকুরের। তাঁদের সন্দেহ কেউ বিষ দিয়ে কুকুর মারছে। যদিও কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা বলতে পারেননি তাঁরা।
মালতপাড়ার বাসিন্দা রাজা সাঁবুই ঘটনার তদন্ত চেয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে ওই গ্রামে যান। পোলবা-দাদপুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দুইজন চিকিৎসক গিয়ে একটি মৃত কু্কুরের ময়না তদন্ত করেন। পশু চিকিৎসক রাজু দাস বলেন, 'ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি,লিভার,ফুসফুস,পাকস্থলি,চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। উপসর্গ দেখে বোঝা যায়নি কী কারণে মৃত্যু হচ্ছে কুকুরগুলির। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।'
এক গ্রামবাসী লালন লোহার জানাচ্ছেন, এই গ্রামে অনেকেই এই পথকুকুরদের ভালবাসেন। তাঁরা নিয়মিত কুকুরগুলিকে খেতে দেন। তিনি বলছেন, 'আমিও বাড়িতে খাবার দিই। গত কয়েকদিন ধরে কুকুরগুলি অসুস্থ হয়ে পড়তে থাকে। মৃত্যুও হয়। গ্রামে কুকুর থাকায় চুরি কমেছে। আবার এমনও হতে পারে কারও মুরগি মেরেছে। তাই বিষ প্রয়োগ করে মারা হয়েছে। আমরা চাই সঠিক তদন্ত হোক। কেউ যদি কুকুরগুলিকে মেরে থাকে তার শাস্তি হোক।'
আরও পড়ুন: মঙ্গলে অমঙ্গলের ছায়া কাদের? কারা থাকবেন সাবধান? কী বলছে কালকের রাশিফল?