সূর্য গোচর: জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য হল খ্যাতি, সাফল্য, আত্মবিশ্বাস, স্বাস্থ্য এবং পিতার কারক। রাশিতে সূর্য একটি শুভ অবস্থানে থাকা ব্যক্তিকে খুব সফল করে তোলে। তাকে উচ্চ পদ ও খ্যাতি দান করে। এই মাসে সূর্য গমন করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্য ট্রানজিটকে জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলা হয়। ২০২৪ সালের ১৬ জুলাই সূর্যের কর্কট সংক্রান্তি। কর্কট রাশিতে সূর্যের গমন খুবই উপকারী। সূর্যের আশীর্বাদ ৫টি রাশির জাতকদের জন্য সম্পদ, সম্মান এবং উন্নতি বয়ে আনবে। জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ১ মাস উপকারী হতে চলেছে। 


মেষ রাশি- সূর্যের গমন মেষ রাশির জাতকদের উপকার করবে। চাকরি ও ব্যবসায় স্বাভাবিকভাবে অগ্রগতি অব্যাহত থাকবে। কর্মরত লোকেরা তাদের কাজে সন্তুষ্ট হবেন। আর্থিক সুবিধা হবে। জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন। 


বৃষ রাশি- সূর্যের রাশিচক্রের পরিবর্তন বৃষ রাশির জাতকদের অ্যাকাউন্টে নতুন সাফল্য যোগ করবে। এই ব্যক্তিদের ক্যারিয়ার গ্রাফ দ্রুত উপরে উঠবে। আপনি আপনার পছন্দসই পোস্টে চাকরি পেতে পারেন। আর্থিক লাভ হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। বেড়াতে যেতে পারেন। 


মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের যাত্রা শুভ সময় নিয়ে আসবে। বলা যায়, চ্যালেঞ্জিং সময়ে এই কয়েকটা দিন স্বস্তিতে ভরপুর হতে পারে। পদোন্নতির সুযোগ পেতে পারেন। তবে এই সময়ে আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। ব্যবসায় লাভ হবে। 


সিংহ রাশি - সূর্যের রাশি পরিবর্তনও সিংহ রাশির জাতকদের জন্য শুভ ফল দিতে পারে। যদিও ক্যারিয়ারের চ্যালেঞ্জ কমবে না, তবে আগের চেয়ে ভালো। অর্থনৈতিক অবস্থা ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে। 


বৃশ্চিক রাশি - সূর্যের কর্কট সংক্রান্তি বৃশ্চিক রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল দিতে চলেছে। চাকরিতে নতুন সুযোগ আসবে। আপনি এই সুযোগ সুবিধা নিতে দ্বিধা হতে পারে. আর্থিক সুবিধা হবে। খরচ কমবে। 


আরও পড়ুন, ২০ না ২১ জুলাই, গুরুপূর্ণিমা কবে? কোন সময়ে পুজো করলে কাটবে পাপ-দোষ?



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে