কলকাতা : শনিদেবের কৃপা লাভ করলে শুভ ফল পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে খুশি করার অনেক উপায় বলা হয়েছে। আগামীকাল, ১১ মার্চ, শনিবার আপনি ভগবান শনির পাশাপাশি ভগবান গণেশের আশীর্বাদও পেতে পারেন। ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী পড়ছে শনিবার। এই দিনে আপনি ভগবান গণেশকে পুজো করে খুশি করতে পারেন।
এই দিনে আপনি শনিদেবের পাশাপাশি গণেশের পুজো করতে পারেন। উভয়ের পুজোয় ফল পাবেন। শনিদেব মহারাজকে খুশি করতে শনি মন্দিরে গিয়ে শনিদেবের পূজা করুন, তেলের প্রদীপ জ্বালান এবং শনিদেবকে কালো তিল নিবেদন করুন।
চতুর্থী তিথি ভগবান শ্রী গণেশকে উৎসর্গ করা হয়। এই দিনে গণেশের আশীর্বাদ পেতে পুজো-অর্চনা করা হয়। প্রতি মাসে দুটি চতুর্থী তিথি আসে। একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষের চতুর্থী। কৃষ্ণপক্ষের চতুর্থীকে সংকষ্টী চতুর্থী হিসেবে গণ্য করা হয়। প্রতি মাসে যে চতুর্থী আসে তার নিজস্ব গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী নামে পরিচিত।
এবার সংকষ্টী চতুর্থী আসছে ১১ মার্চ শনিবার। এই দিনে, শনি ভগবানের সাথে, আপনি ভগবান গণেশের আশীর্বাদও নিতে পারেন। কারণ এটি চৈত্র মাসে পড়ে। এটিকে ভালচন্দ্র সংকষ্টী চতুর্থীও বলা হয়।
আসুন জেনে নেওয়া যাক, ভালচন্দ্র সংকষ্টী চতুর্থীর শুভ সময় এবং চন্দ্রোদয়ের সময়
চৈত্র সংকষ্টী চতুর্থী শুরু হচ্ছে আজ, ১০ মার্চ শুক্রবার রাত ৯টা ৪২ মিনিট থেকে । শেষ হবে আগামীকাল, শনিবার রাতে ১০টা ৫ মিনিটে। চন্দ্রোদয়ের সময়-১০:০৩।
প্রসঙ্গত, শনির নাম শুনলেই অনেকের মনে ভয় জাগে। তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র মতে, শনির গতি খুবই ধীর, সেই কারণে শনিকে এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লাগে। কিন্তু যে গ্রহের ওপর অধিষ্ঠান করে তাঁর জীবনে অনেক প্রভাব পড়ে।
আরও পড়ুন ; মার্চে ৬ রাশির জীবনে শনির বড় প্রভাবের সম্ভাবনা! কী কী হতে পারে এর ফলে?
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।