২০২৪ এর শেষে মন খারাপ ? ঠিক যেমনটা আশা করেছিলেন , হল না তেমন কিছুই  ? অনেক কাজ রয়ে গেল বাকি  ? পাওনা টাকাও পাওয়া হল না  ? জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাশাস্ত্র অনুসারে,আগামী বছরটা হতে পারে আপনারই। কয়েকটি রাশির জাতক জাতিকারা এই বছর সবচেয়ে বেশি আশীর্বাদ পাবেন ভগবান হনুমানজির । সংখ্যাতত্ত্ব অনুসারে ২০২৫ সালের পয়মন্ত সংখ্যা হল ৯। এই সংখ্যাটিকে মঙ্গল গ্রহের সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে,এই বছরে সকলের ওপর মঙ্গলের প্রভাব খুব প্রকট হবে। তাই এই বছরে হনুমানজির পুজো পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। যে কোনও মঙ্গলবারই হনুমানজির পুজো করা খুব উপকারী।   নতুন বছরে  হনুমানজি  কয়েকটি  রাশির জাতকদের বিশেষ উপকার করতে পারেন।  চলুন জেনে নেওয়া যাক কোন রাশির মানুষ বিশেষ আশীর্বাদ পাবেন এই বছর। 


মেষ রাশি
আগামী বছরে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে লাফিয়ে। আপনি মনে মনে একটিৃ নতুন শক্তি অনুভব করবেন । কর্মজীবনে বিশেষ উচ্চতায় পৌঁছবেন। আপনি আপনার পছন্দের একটি কাজ পেয়ে যেতে পারবেন।   আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে আপনি এই বছর বড় চুক্তি করতেও সফল হতে পারেন। 


বৃশ্চিক রাশি 
এই বছরে আপনার স্বপ্ন বাস্তব হতে পারে।  এই বছর হনুমানজির কৃপায় আপনি ভাল কিছু অর্জন করতে সক্ষম হবেন ।  দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন হয়ত আপনি। আর্থিক সুবিধা পেতে পারেন।  স্বাস্থ্যও আগের চেয়ে ভাল হবে।


মকর রাশি
২০২৫ সালটি মকর রাশির জন্য একটি অগ্রগতির বছর হবে। আপনি যদি খুব চেষ্টা করেন, তাহলে আপনি এমন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যা আপনি কল্পনাও করেননি। হনুমানজির আশীর্বাদ সারা বছর আপনার উপর থাকবে।


২০২৫ সালটি যেহেতু মঙ্গলের বছর, তাই এ বছর হনুমানজির আরাধনা করতে হবে। নতুন বছরের  প্রথম দিন থেকে প্রত্যেকে দিন একবার হনুমান চালিসা পাঠ করলে তাদের জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকবে। কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান শক্তিশালী হবে । মানুষ পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।