বাবা ভাঙ্গা মানেই অব্যর্থ ভবিষ্যদ্বাণী। এমনটাই দাবি অনেকেরই । বাবা ভাঙ্গার একাধিক প্রেডিকশন কিন্তু হুবহু মিলে গিয়েছে। বিশ্বের অনেক দেশ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন। বুলগেরিয়ার বাবা ভাঙ্গা একজন মহিলা ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি দৃষ্টিহীন। তবে তার অনেক ভবিষ্যদ্বাণী সত্য হয়ে যায়, এমনটা মনে করা হয়।
হালে রাশিচক্র সংক্রান্ত বাবা ভাঙ্গার একটি ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তবে এতে কতটা সত্যতা রয়েছে তা নিশ্চিত করছে না এবিপি আনন্দ । ২০২৫ সাল নিয়ে ভয়াবহ কিছু ভবিষ্যদ্বাণীর কথা আগেই সামনে এসেছিল। এবার প্রচারিত হচ্ছে, বাবা ভাঙ্গার ২০২৫ সালে চারটি ভাগ্যবান রাশি সম্পর্কে ভবিষ্যদ্বাণী। দাবি করা হচ্ছে , বাবা ভাঙ্গার মতে, ২০২৫ সালে চারটি রাশির জাতক জাতিকারা নানারকম সুবিধা এবং সাফল্য পেতে চলেছেন। আসুন জেনে নিই সেই রাশিগুলো কোনটি।
বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৫ সালটি মেষ, কর্কট এবং কুম্ভ রাশির মানুষের জন্য খুব পয়মন্ত হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা ২০২৫ সালে খুব শক্তিশালী অবস্থানে থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রেই সাফল্য পাবেন। এর পাশাপাশি সমাজে আপনার মর্যাদাও বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। কাজ করে বাহবা পাবেন। আর্থিক উন্নতি হতে পারে।
বৃষ রাশির জাতকদের জন্য, ২০২৫ সালটি সুখবর বয়ে আনবে। এই বছর এই রাশির জাতককে আর্থিক স্থিতিশীলতা দেবে। এই বছর কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। আপনি দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন তার আরও ভাল ফল পেতে শুরু করবেন।
২০২৫ সালটি মিথুন রাশির জাতকদের জন্যও শুভ। আসবে নানা ইতিবাচক বার্তা। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিলে, তেমন অনেক কাজ হয়ে যাবে। কাঙ্খিত ফলও পেতে যেতে পারেন। এই বছর আপনার জীবনে কেবল সুখ ও শান্তি থাকার কথা মিথুনের জাতকদের। হঠাৎ করে বড় কোনও উপকার পেতে পারেন অপ্রত্যাশিত কারও থেকে।
ভাঙ্গা নাকি আরও বলেছেন, কর্কট রাশির জাতকরা এ বছর অনেকগুলি সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। এছাড়াও, এই রাশির জাতকরা অতীতে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। একই সময়ে, এই বছর আপনার প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।