কলকাতা: বাবা ভাঙ্গার একটি ভয়াবহ ভবিষ্যদ্বাণী আবারও সামনে এসেছে, যেখানে দু মাস পর বিশ্বব্যাপী বিপর্যয়ের সতর্কবার্তা কথা বলা হয়েছে। আজকের সময়ে, বাবা ভাঙ্গা তার ভবিষ্যদ্বাণীর জন্য খুবই বিখ্যাত। তার ভবিষ্যদ্বাণীগুলি সত্য প্রমাণিত হয়েছে একাধিকবার। বাবা ভাঙ্গার মতে, বিশ্ব একটি কঠিন বছরের মুখোমুখি হবে, যা হবে একটি অর্থনৈতিক পতন। ২০২৫ সালে একটি বড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে।
শুধু তাই নয়, জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী ও কথিত জ্যোতিষী রিও তাতসুকি আবারও এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করে আতঙ্কের সঞ্চার করেছেন দেশজুড়ে। তাতসুকি ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, ২০২৫ সালের জুলাই মাসে জাপানে আছড়ে পড়তে চলেছে একটি মেগা সুনামি। যার প্রভাবে ছারখার হয়ে যাবে দেশের একাধিক অঞ্চল। এই ভয়াবহ পূর্বাভাস ঘিরে বড়সড় ধাক্কা খেয়েছে জাপানের পর্যটন বিভাগ।
এরই মধ্যে জাপানে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। গত ৩ জুন সেই নিয়ে নতুন ঘোষণা করেছে হোক্কাইদো প্রদেশ সরকার। ৭ থেকে ৯ বা তারও বেশি তীব্রতায় ভূমিকম্প আছড়ে পড়তে পারে দ্বীপটিতে। সেই সঙ্গে উঁচু তাণ্ডব চালাতে পারে সুনামি।
বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণীতে এও বলা হয়েছে, জাপানের দক্ষিণ সাগর অঞ্চলে জলের নিচে আগ্নেয়গিরি বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। এই বিস্ফোরণের ফলে ভয়াবহ সুনামি আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান হয়েছে। ভবিষ্যতবাণীতে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, জাপান, তাইওয়ান, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এই সুনামির উৎপত্তিস্থল।
বৃহস্পতি অর্থাৎ গুরু ইতিমধ্যেই গোচরে চলে এসেছেন। ২০২৫ সালে গুরুর গতিতে বড় ধরনের পরিবর্তন আশা করা হচ্ছে। ৭ জুনের পর থেকে এর পূর্ণ প্রভাব অনুভূত হতে শুরু করবে। বাবা ভাঙ্গার সব ভবিষ্যদ্বাণী কি সত্যি হয়? কিছু ভবিষ্যদ্বাণী অত্যন্ত নির্ভুল, কিন্তু সবগুলো নয়। জ্যোতির্বিজ্ঞানী এবং জলবায়ু বিজ্ঞানীদের দেওয়া ইঙ্গিতগুলি এই ভবিষ্যদ্বাণীগুলির সঙ্গেও মিলে গিয়েছে।