কলকাতা : বুধকে বলে গ্রহের রাজকুমার। বুধ হল বুদ্ধি, বন্ধুত্ব, যুক্তি, চাতুর্যের কারক। বুধ উচ্চ স্থানে থাকলে, সেই ব্যক্তির  যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পায়। তাঁরা বাগ্মী হন।  বুধ একাগ্রতা বাড়ায় ।সৌন্দর্য বৃদ্ধি করে।   বুধ শুভ হলে ব্যক্তি কথা বলায় পারদর্শী হয়। 


আগামী ১০ অক্টোবর অর্থাৎ মহাসপ্তমীর দিন বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ ২৯ অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে থাকবে। ১২ রাশির জাতক জাতিকাদেরি জীবনে প্রভাব ফেলবে বুধের এই গোচর। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ ৪ টি রাশির জাতক জাতিকে খুব কষ্ট দিতে পারে। বুধের ট্রানজিট দ্বারা কোন রাশির চিহ্নগুলির উপর নেতিবাচক প্রভাব ফেলবে, জেনে নেওয়া যাক। 


যদি বুধ আপনার জন্ম তালিকায় ইতিবাচকভাবে অবস্থান করে, তাহলে তা আপনার  সুস্বাস্থ্য সুনিশ্চিত করবে।  এক সময়ে একাধিক কাজ পরিচালনা করতে সক্ষম হবেন তাঁরা। 


মেষ রাশি হলে মহাসপ্তমীর দিন থেকে বুধের গমন মেষ রাশির জন্য শুভ হবে না। আত্মবিশ্বাসের অভাব অনুভব করবেন মেষ রাশির জাতকরা। এতে কাজ করতে অসুবিধা হবে। শত্রুরাও এই রাশির জাতকদের সমস্যায় ফেলতে পারে।  আয় কমে যেতে পারে। বাজেট ক্ষতিগ্রস্ত হতে পারে। 


তুলা রাশির জাতক হলে, বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। সময়টা  এই রাশির জাতকদের জন্য ভাল যাবে না। আর্থিক সংকট হতে পারে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক না পেয়ে অসুবিধেয় পড়তে পারেন।  শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি অসাবধান হন, তবে আপনি ব্যর্থ হতে পারেন। 


কুম্ভ রাশি হলে ভ্রমণের খরচ বাড়বে।  কুম্ভ রাশির জাতকদের অর্থ নিয়ে সাবধানে থাকতে হবে। শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কঠোর পরিশ্রম থামাবেন না। আর্থিক সংকট দেখা দিতে পারে।  বাড়িতে অশান্তি হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। 


রাশি সিংহ হলে বুধের রাশি পরিবর্তন জাতকদের জন্য অশুভ ফল দিতে পারে। এর ফলে কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। অফিসে কেউ আপনার সম্পর্কে অভিযোগ করতে পারে । সামান্যতম ভুলের কারণে সুনাম নষ্ট হতে পারে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।