কলকাতা : নবরাত্রির সপ্তমী তিথিটি এবার গ্রহ নক্ষত্রের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। মা দুর্গার এদিন পূজিত হয়েছেন   কালরাত্রি রূপে। এই দিনই গ্রহের রাজা বুধের রাশি পরিবর্তন প্রতিটি রাশির উপরই কম-বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।  গ্রহ-রাজকুমার বুধের রাশিচক্রের পরিবর্তনের  জন্য কয়েকটি রাশি উল্লেখযোগ্য ভাল ফল ভোগ করবে।  ১২ টি রাশির মধ্যে, কিছু রাশি বুধের গোচরে সৌভাগ্যের মুখ দেখতে পারে।  আপনাত রাশিও কি আছে সেই তালিকায় ? দেখে নেওয়া যাক। 


বুধ ট্রানজিট 2024 (বুধ গোচর 2024)
গ্রহের রাজা বুধ কন্যা থেকে তুলা রাশিতে গিয়েছে । ১০ অক্টোবর সকাল ১১.২৫ মিনিটে বুধ তুলা রাশিতে প্রবেশ করেছে । এখন বুধ  ২৮ অক্টোবর পর্যন্ত এই রাশিতে থাকছে।  এরপর, বুধ রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গমন করবে। বুধ  ১৪ অক্টোবর স্বাতী নক্ষত্রে এবং  ২৩ অক্টোবর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। দুই রাশির জাতক জাতিকারা বুধের গমনের সুবিধা পেতে চলেছেন। 


ধনু রাশি:
এই রাশির জাতক জাতিকারা বুধের রাশি পরিবর্তনের জন্য আর্থিকভাবে লাভবান হবেন।  বুধের আশীর্বাদ দীপাবলি পর্যন্ত বর্ষিত হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সুবিধা পেতে পারেন এই রাশির জাতকরা । নানা অমীমাংসিত কাজ শেষ হবে। বড় কষ্ট থেকে মুক্তি মিলতে পারে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক লাভ হতে পারে। স্টার্টআপ জিজনেসের কথা ভাবছেন ? তবে জেনে রাখুন, সময় আছে আপনার সঙ্গেই। বুধের বিশেষ আশীর্বাদ পেতে পারেন এই রাশির জাতকরা। এই সময় দান করাও উপকারী প্রমাণিত হবে। বুধের  কৃপা বজায় রাখতে, আপনার স্ত্রীর সঙ্গে ভাল ব্যবহার করুন। বুধবার গণেশের পুজো করলে বুধ খুশি হন। 


কন্যা রাশি:
কন্যা রাশির জাতক জাতিকারা তুলা রাশিতে বুধের পরিবর্তনে লাভবান হবেন। বুধ কন্যা রাশিতে উন্নীত রয়েছেন । এই কারণে কন্যা রাশির জাতকদের উপর বুধ গ্রহের বিশেষ আশীর্বাদ বজায় থাকছে। কন্যা রাশির জাতক জাতিকারা তুলা রাশিতে বুধের গমনে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারে নানা সমস্যার অবসান ঘটতে পারে। কোনও বিশেষ ব্যক্তির প্রভাবে সব  কাজ সম্পন্ন হবে। 


বুধ গ্রহকে শক্তিশালী করার জন্য সবাইকে গণেশের পুজো করার পরামর্শ দেওয়া হয়। তাঁকে মোদক বা লাড্ডু নিবেদন করুন। বুধবার হলুদ রঙের জিনিস দান করুন। গরিবদের হলুদ কিছু দান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাপ চিন্তা করবেন না। পাশাপাশি পাপ কর্ম থেকে দূরে থাকলেই বুধ খুশি থাকবেন।  


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।