কলকাতা: আজ, ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, বুধের গমন রয়েছে। এদিন কন্যা রাশিতে প্রবেশ করছে বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় বুধ গ্রহকে।  এদিন একটি বিশেষ রাজযোগ রয়েছে। কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এই রাজযোগের কারণে একাধিক রাশির জাতক-জাতকদের উন্নতির সুযোগ তৈরি হবে। কিন্তু এই বুধাদিত্য রাজযোগও ৪টি রাশির জাতক-জাতককে ঝামেলা থেকে বাঁচাতে পারবে না। 


বুধ হল সম্পদ, কর্মজীবন ও বক্তৃতার কারক। বুধ শুভ হলে চাকরি বা ব্যবসা-সংক্রান্ত পেশাগত জীবন উজ্জ্বল হয়। বক্তব্যের মাধ্যমে খ্যাতি লাভ করা যায়। কিন্তু বুধ অশুভ হওয়ার কারণে বুধের কারণে অনেক ক্ষতি হয়। বুধ ২৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে। এই সময়ে ৪টি রাশির জাতক-জাতিকারা সমস্যায় পড়বেন। এই জাতকদের নিরাপদে থাকতে হবে। 


মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গমন নানাভাবে ক্ষতির কারণ হবে। বিরোধীরা সক্রিয় থাকবে এবং তৈরি করা কাজ নষ্ট করবে। নিজের কাজে মনোনিবেশ করাই ভাল। পরিবারের কোনও সদস্য বা আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন। 


বুধের গমন কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর প্রভাব আনবে। তাঁদের কথাবার্তায় তিক্ততা আনতে পারে। এই সময়ে কম কথা বলা প্রয়োজন। এই সময়ে যে কোনও বিতর্ক থেকে দূরে থাকাই ভালো। ত্বকের সমস্যা হতে পারে। 


তুলা রাশির জাতক-জাতিকাদেরও ১০ অক্টোবর পর্যন্ত সতর্ক থাকতে হবে। ক্ষতি হতে পারে। এতে অনেক টাকা খরচ হবে। পরিশ্রমের মাধ্যমেই ব্যবসায় ফল পাওয়া যাবে। অফিসের রাজনীতি এড়িয়ে চলুন। আপনাকে ভ্রমণ করতে হবে, যা ক্লান্তির কারণ হতে পারে। 


বুধের রাশির পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জন্য মানসিক কষ্টের কারণ হবে। আপনি চাপ এবং বিভ্রান্ত থাকবেন। এমনকি ছোটখাটো বিষয় নিয়েও মানুষের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্ক থাকুন। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে