কলকাতা: সিবিআইয়ের নজরে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, সৌরভ পাল। সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর বেরোলেন সিজিও কমপ্লেক্স থেকে। সংবাদমাধ্যমকে দেখেই দৌড়।
সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ: শনিবারের পর রবিবার আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় পরপর দু'দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ধমান মেডিক্য়ালের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, SSKM-এর পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি অভীক দে এবং আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার সৌরভ পাল। তিন চিকিৎসককে তলবের পাশাপাশি এদিন সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং আরও ২ কর্মীকেও। আর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এদিন অভীক দে বেরোন। সেখানে ঘটে বেনজির ঘটনা। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে রীতিমতো দৌড়াতে শুরু করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নেও কোনও উত্তর দেননি তিনি। দৌড়ে গাড়িতে উঠে যান অভীক দে।
এদিন সিবিআই-এর তলবে রবিবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন বিরূপাক্ষ বিশ্বাস। ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এদিন বেলা দেড়টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক দে। জিজ্ঞাসাবাদ করা হয় আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার সৌরভ পালকেও। রবিবার সিবিআই দফতরে আসেন টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসও।
এদিকে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে সোদপুর ট্রাফিক মোড়ে প্রতিবাদ, শামিল হল নির্যাতিতার পরিবার।নৃশংস খুনের ঘটনার পর থেকেই ন্যায়বিচারের দাবিতে সোদপুরের ট্রাফিক মোড়ে বিটি রোডের ওপর প্রতিদিনই প্রতিবাদ চলছে। প্রতিবাদে শামিল হচ্ছেন সাধারণ মানুষ। সেই প্রতিবাদেই গতকাল যোগ দেয় নিহত চিকিৎসকের পরিবার। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রতিবাদের ভাষা যতই মোছা হোক, মানুষের মন থেকে তা মোছা যাবে না, জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ