কলকাতা: চন্দ্রগ্রহণের কারণে বেশ কিছুটা প্রভাব থাকবে। মীন রাশিতে এই চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হবে একাধিক রাশির জাতক-জাতিকাদের উপর।
এই বছরের ১৮ সেপ্টেম্বর, বুধবার বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটেছে। ভারতে চন্দ্রগ্রহণ দেখা যায়নি কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণ সমস্ত রাশির উপর শুভ ও অশুভ প্রভাব ফেলবে।
বৃষ, মিথুন, তুলা এবং বৃশ্চিক রাশির জাতকদের উপর এই চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়েছে। একটি রাশিচক্র ছাড়াও অন্য রাশির উপর এর প্রভাব মিশ্র হবে বলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দাবি।
এই চন্দ্রগ্রহণ মীন রাশিতে হয়েছে। মীন রাশিতে চন্দ্র ও রাহুর যোগ রয়েছে। তাই এই চন্দ্রগ্রহণ মীন রাশির মানুষদের সবচেয়ে বেশি প্রভাবিত করবে। চাঁদ তার রাশিচক্র ২৭ দিন এবং ৬ ঘণ্টায় সম্পূর্ণ করে। অতএব, যে রাশিচক্রে চন্দ্রগ্রহণ হয় তার উপর গ্রহণের প্রভাব প্রায় এক মাস স্থায়ী হয়। তাই মীন রাশির জাতক-জাতিকাদের এই সময়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।
এই রাশির জাতকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাঁদের আয়ের উৎস বিরূপভাবে প্রভাবিত হতে পারে। ব্যয় বেশি হবে এবং আয় কম হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও এই চন্দ্রগ্রহণকে শুভ বলা যাবে না। এই সময়টা ধৈর্য ধরে নেওয়াই ভাল। পড়াশাোনা নিয়ে সমস্যা হবে। পড়ায় মনোযোগ বসবে না। তবে হাল ছাড়বেন না এবং আপনার পরিশ্রম কম করবেন না। পরিশ্রমের ফলেই অবস্থা ঘুরে দাঁড়াবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় রোগ বাড়তে পারে।
চন্দ্রগ্রহণের কুপ্রভাব এড়াতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। গ্রহণের পর স্নান করুন এবং দান করুন। আপনার সামর্থ্য অনুযায়ী সাদা জিনিস যেমন দুধ, চাল, চিনি ইত্যাদি দরিদ্র মানুষকে দান করুন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'কোনও অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরতে পারব না?', কলতান গ্রেফতারি শুনানিতে কী বলল আদালত?