নয়া দিল্লি: ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে বাবা ভাঙ্গা-র কথা সকলেই জানেন৷ তাঁর বিভিন্ন ভবিষ্যতবাণী এখনও এমনভাবে ফলে যায় যে সকলেই চমকে যায়৷ যাঁরা ভবিষ্যতদ্রষ্টা রয়েছেন তাঁদের মধ্যে বিশ্বের সবচেয়ে সঠিক ভবিষ্যদ্বক্তা হিসেবে গণ্য করা হয়। এছাড়াও নস্ত্রাদামুসকেও ভবিষ্যৎবক্তা হিসেবে দেখা হয়। তবে এবার শিরোনামে এলেন জনপ্রিয় গণৎকার ক্রেগ হ্যামিলটন পার্কার।
কোনও একটি ঘটনা নয়, একাধিক ঘটনা মিলে গিয়েছে ক্রেগ হ্যামিলটন পার্কারের বলা কথা থেকে। তিনি মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনের সময় নির্ভুলভাবে বলে দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউসে বসবেন। এমনকী, এর আগে কোভিড-১৯ মহামারী, ব্রেক্সিট, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যার চেষ্টার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।
অনেকেই পার্কারকে খ্যাপাটে বলেন। কেউ কেউ বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন। কিন্তু তাঁর অনুগামীরা এই সব রটনায় কান দিতে নারাজ। বিশ্বের যাবতীয় বড় ঘটনা বা দুর্ঘটনা যিনি আগে থেকেই আঁচ করতে পারেন, তাঁকে স্রেফ খ্যাপা বলতে রাজি নন পার্কারের অনুগামীরা।
আরও পড়ুন, সামনেই বড় বিপদ! ভূমিকম্পেই সব শেষ, মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এই দেশ! বাবা ভাঙ্গার চরম ভবিষ্যদ্বাণী
তবে এবার যা ভবিষ্যতবাণী করেছেন পার্কার তাতে ভারতীয়দের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। ক্রেগ হ্যামিলটন পার্কারের ভবিষ্যদ্বাণী, ভারতে এবছর খুব বড় ধরনের বন্যা হবে। যার ফল হবে মারাত্মক। ক্ষয়ক্ষতি হবে প্রচুর। প্রাণহানি ও সম্পত্তির প্রভূত ক্ষয়ক্ষতি হবে। পুলিশ ও প্রশাসন যথেষ্ট সতর্ক না থাকলে বহু মানুষের প্রাণহানি হবে বলেও সতর্ক করেছেন পার্কার। কীভাবে কোন হামলা হবে, সেটা অবশ্য জানা যায়নি এখনও।
ক্রেগ হ্যামিলটন পার্কার অবশ্য দাবি করেছেন তিনি ভারতীয় পদ্ধতি মেনে ভবিষ্যদ্বাণী করেন তিনি। একসময় ভারতে এসে নাকি সেই পদ্ধতি তিনি শিখেছিলেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।