Daily Astrology: প্রেমে বাধা আসতে পারে কাদের ? কেমন যাবে আজকের দিন ?

Daily astrological prediction: আজ ২০ এপ্রিল, বৃহস্পতিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক। 

Continues below advertisement

কলকাতা: আজ ২০ এপ্রিল, বৃহস্পতিবার। নববর্ষে, নতুন দিগন্তের খোঁজে সবাই। গত কোভিডবর্ষে প্রায় প্রত্যেকেই খারাপ কাটিয়েছেন। কেউ চাকরি হারিয়েছেন, আবার কেউ প্রিয় মানুষ। প্রত্যেকেই এক চাপা যন্ত্রনার মাঝে এক গাল হাসি রেখে বলছেন, 'শুভ নববর্ষ।' যদিও ভিতরে যা কিছুই থাক, পজিটিভ এক্সপ্রেশন এবং পজিটিভ চিন্তায় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, এমনটাই মত বিশেষজ্ঞদেরও। তবে আগে থেকে নিজের রাশিফল অনুযায়ী যদি সতর্ক হয়ে যাওয়া যায়, তাহলে ভাল-মন্দ দুইয়ের জন্য মনকে প্রস্তুত রাখা যায়। তাহলে চলুন আলো হোক কিংবা অন্ধকার, নতুন দিগন্তের খোঁজ নিতে চোখ রাখুন আপনার রাশিফলে। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক। 

Continues below advertisement

মেষ-কাজের ক্ষতি হতে পারে। প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে। কাজ নিয়ে ক্ষোভ তৈরি হতে পারে।  কথা বুঝে বলুন। নইলে অসুবিধায় পড়তে পারেন।বাইরের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন।

বৃষ- বাড়িতে চুরির আশঙ্কা।শরীরের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আজ শুভ দিন। তেমন কোনও সাহায্য পাওয়ার আশা রাখবেন না। খরচ কমানোর চিন্তাভাবনা করতে পারেন।  

মিথুন- প্রেমের জট কাটবে। সম্পত্তি নিয়ে অশান্তির আশঙ্কা। চিকিৎসায় খরচ বাড়বে। ব্যবসা নিয়ে সতর্ক থাকুন, ক্ষতির মুখোমুখি হতে পারেন।   খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট-বিপদে মাথা ঠান্ডা রাখুন। বাড়ি থেকে দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। লিভারের সমস্যা বাড়তে পারে। দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। 

সিংহ- মামলায় জড়ানোর আশঙ্কা। অতিরিক্ত কাজে রাগ বাড়বে। খারাপ ব্যবহার পেতে পারেন আজকে কারও কাছ থেকে। শরীর নিয়ে সতর্ক থাকুন।  

কন্যা-তর্ক থেকে এড়িয়ে যান। বাড়তি আয়ে বিপদের আশঙ্কা। ভাল কাজ করেও বদনাম জুটতে পারে। দাম্পত্যে অশান্তি বয়ে আসতে পারে। রক্তচাপ বাড়তে পারে। 

তুলা- প্রেমে বাধা থাকবে। পরিবারের অশান্তি হতে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন।কাছের মানুষের থেকে আঘাত পেতে পারেন। কাজের জায়গা বদল হতে পারে। 

 বৃশ্চিক-শরীর নিয়ে সতর্ক থাকুন। কাজে সাফল্য ফিরবে। প্রেমে জটিলতা কাটতে চলেছে। ব্যবসায় সাফল্য মিলেছে। বন্ধুর বিষয়ে কাজের ব্যাঘাত ঘটতে পারে।

ধনু- বুঝে কথা বলুন। চাকরির ক্ষেত্রে চাপ বাড়বে। নতুন কাজের খবর আসতে পারে।  নিজের ওপর আস্থা রাখুন। সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি বয়ে আসতে পারে।  

মকর- অর্থপ্রাপ্তি যোগ রয়েছে।কাজ নিয়ে ক্ষোভ বাড়বে। প্রেমের ইস্যুতে বিবাদ তৈরি হতে পারে।  আর্থিক চাপ বাড়তে পারে।  আজকের দিনটি ভাল যেতে পারে।

কুম্ভ-প্রেমে অপমানিত হতে পারেন। নতুন চাকরির সন্ধান আসতে পারে। প্রেমে চাপ বাড়তে পারে। আজ আপনার কোনও কাজে ইচ্ছাপূরণ হতে পারে। পেটের কষ্ট বাড়তে পারে।  

মীন-  মতবিরোধ হতে পারে। প্রেমের জন্য ভাল দিন আজ। আঘাত লাগা থেকে সতর্ক থাকুন। শরীরে আঘাত লাগার সম্ভাবনা। কর্মস্থানে সমস্যা তৈরি হতে পারে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola