কলকাতা: আজ ৯ মে, মঙ্গলবার। আলো হোক কিংবা অন্ধকার, নতুন দিগন্তের খোঁজ নিতে চোখ রাখুন আপনার রাশিফলে। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- পরিবেশ বুঝে কথা বলুন। কারও প্ররোচনায় কোনও কাজ হাতে নেবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।
বৃষ- সঞ্চয়ের সম্ভাবনা কম। দরকারি কাজ সেরে রাখুন।নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।
মিথুন- প্রেমের সম্পর্কে ভাল সময়।পাওনা আদায়ে অশান্তি। ঝামেলা থেকে দূরে থাকুন। আগুন থেকে খুব সাবধান থাকুন। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে।
কর্কট- চলাফেরায় সতর্ক থাকুন। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সঞ্চয়ে মন দিন।
সিংহ- পেটের সমস্যা হতে পারে। সুখবর আসতে পারে। স্বামীর কোনও কাজে শান্তি পাবেন আপনি। আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।
কন্যা- শত্রু থেকে সতর্ক থাকুন। প্রেমে চাপ বাড়বে। বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।
তুলা- প্রেমে বিবাদের আশঙ্কা। বিয়ে নিয়ে আলোচনা হবে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের পাওনা মিটিয়ে দিন, নইলে বিবাদের আশঙ্কা রয়েছে।
বৃশ্চিক- বিয়ের আলোচনা হতে পারে। রাগের থেকে ক্ষতির আশঙ্কা। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু- ব্যবসায় লাভের সম্ভাবনা।বিবাদ এড়িয়ে চলুন। ভালবাসার সম্পর্কে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে আলোচনা করুন, সমাধান মিলবে।
মকর- ভ্রমণের সুযোগ আসছে। প্রেমে ব্যাকুলতা বাড়বে। কাজের জায়গা বদলাতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন।
কুম্ভ- হেনস্থা হওয়ার আশঙ্কা। কাজের চাপ বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে। আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে।
মীন- বুঝে খরচ করুন। নতুবা ধার নিতে হতে পারে। অশান্তি এড়িয়ে যান। শরীর নিয়ে সতর্ক থাকুন। ফলের আশা না করে পরিশ্রম করে যান, সুখবর আসতে পারে।