মেষ রাশি - কালকের রাশিফল (Mesh Rashi)
খুশিতে কাটবে কালকের দিন। লম্বা দূরত্বে ভ্রমণ করতে হতে পারে। আটকে থাকা কোনও কাজের সুরাহা হতে পারে কাল। কোনও বিষয় নিয়ে পরিবারে সুখবর আসতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। নয়তো কোনও পুরনো রোগ ফের মাথাচাড়া দিতে পারে। মন থেকে ভাল চাইবেন কারো কিন্তু আশপাশের মানুষজন উলটো ভাবতে পারে।
বৃষ রাশি - কালকের রাশিফল (Brisha Rashi)
সমস্যা সঙ্কুল হতে পারে কালকের দিন। ঋতুগত কারণে শরীর খারাপ হতে পারে আপনার। এখানে সেখানে কাজে মন দেওয়ার কারণে আসল কাজে ব্যাঘাত ঘটতে পারে। কোনও কথায় মন উচাটন থাকার সম্ভাবনা। বিরোধীপক্ষ কোনও কথায় নারাজ হতে পারে। সরকারি চাকরির চেষ্টা করছেন ? আসতে পারে সুখবর।
মিথুন রাশি - কালকের রাশিফল (Mithun Rashi)
কাল অধিক পরিশ্রম করতে হতে পারে। ব্যবসার কাজে দৌড়ঝাঁপ করতে হতে পারে। তাই কথা যা বলবেন, ভুলচুক না হয়। বুঝেশুনে চলা দরকার। স্বভাবে খিটখিটেভাব আসতে পারে। যার প্রভাব আপনার কাজে আসবে। মা কোনও কথায় নারাজ হতে পারেন। পরিবারের কোনও বাদ-বিবাদ থেকে দূরে থাকুন। পড়ুয়ারা কোনও খেলার প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
কথায় নিয়ন্ত্রণ রাখা জরুরি। ব্যক্তিত্ব ভরপুর থাকবে কাল। ফলে খুশি থাকবে মন। বাড়ির কোনও ছোট শিশু কোনও বিষয়ে বায়না করতে পারে আপনার কাছে। কোনও মামলা যদি দীর্ঘসময় ধরে চলে তার নিষ্পত্তি হতে পারে। বাড়ির কোনও সদস্য অবসর নিতে পারেন, ফলে খুশি থাকবে আবহ।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
মোটের উপর ভাল কাটবে কালকের দিন। কোনও বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে কাল। মন ভাল থাকবে, তাই কাজে মন দিন। কোনও কাজ দীর্ঘসময় ধরে আটকে আছে ? পূর্ণ হতে পারে। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সন্তানের সঙ্গে শলা-পরামর্শ করতে পারেন। গাড়ি চালান সাবধানে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
শান্তিপূর্ণ থাকবে কালকের দিন। কোনও নতুন কাজ করার আগে ভেবেচিন্তে করুন। মনে শান্তি থাকলেও চিন্তা থেকে দূরে থাকতে পারবেন না। কোনও সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে সমস্যা এড়াতে পারবেন না। এবং স্বাস্থ্যও মাঝারি থাকবে। গুরুত্বহীন কথাবার্তা নিয়ে শুধুশুধু চিন্তা বাড়তে পারে।পড়ুয়াদের কোনও নতুন কাজের প্রতি রুচি আসতে পারে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।