কলকাতা: সৌগত রায়ের পর এবার মদন মিত্র হুমকি ফোন পেলেন। তৃণমূল সাংসদের পর এবার তৃণমূল বিধায়ককে হুমকি ফোন। মাঝরাতে মদনের কাছে ফোন আসে বলে জানা গিয়েছে। ফোনে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলা হয়, "গুলি করলে কে বাঁচাবে?" এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খুললেন মদন। জানালেন, এর নেপথ্যে অর্জুন সিংহ থাকতে পারে বলেও। (Madan Mitra)


এর আগে, মাঝরাতে ৩.৩০ নাগাদ সৌগতর কাছে হুমকি ফোন আসে বলে জানা যায়। জয়ন্ত সিংহকে না ছাড়ালে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এল মদনের কাছে। মদনের বক্তব্য, "হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আরও পরেি ঘুমাই। ঘুম আসে না। ঘুমের ওষুধ খেতে হয়। আমি অসুস্থ।" (Jayanta Singh)


মদন বলেন, "ফোন ধরে হ্যালো বললাম। ওপার থেকে বলল, 'তোকে গুলি করলে কে বাঁচাবে? তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ।' আমি প্রশ্ন করলাম, কে বলছেন? কিন্তু আমার কথা শুনছিল না। বোঝা যাচ্ছিল, পানশালা বা মদের ঠেক থেকে ফোন করছিল। আশেপাশে অনেকে ছিল। পরিষ্কার বাংলা ভাষায় কথা বলে।" তবে মদনের দাবি, যে ভাষায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল, "সুপারি'র কথা বলছিল, তাতে বোঝা যাচ্ছিল, এর নেপথ্যে অর্জুন সিংহের মতো লোকেরা রয়েছে। 


আরও পড়ুন: Mamata Banerjee: অম্বানির বিয়েতে অতিথি মমতা, আজই মুম্বইয়ে, কাল যোগ দেবেন অনুষ্ঠানে


মদন জানিয়েছেন, হুমকি দিয়ে তাঁর সঙ্গে ৪৬ সেকেন্ড কথা বলা হয়। ফোনে বলা হয়, "তুই আর বাঁচবি না। তোকে মেরে দেব। কামারহাটি কাণ্ডে তুই মুখ খুলেছিস, তুই গুন্ডাগের বিরুদ্ধে।" মদন জানিয়েছেন, তিনি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দেন। তিনি রেকর্ড করতে জানেন না। ভেভেছিলেন আবার হয়ত ফোন আসবে। তার পর সারা রাত ফোন আসেনি। সকাল ৭টা বেজে ৩৮ মিনিটে আবারও ফোন আসে। কিন্তু ধরতে পারেননি কাজের ব্যস্ততায়। থানায় অভিযোগ জানাতে চলেছেন মদন। এই ফোন পেয়ে উদ্বিগ্ন হলেও মদন বলেন, "যদি জিজ্ঞেস করে আমি ভয় পেয়েছি বা গুরুত্ব দিচ্ছি কি না, সেরকম কোনও ব্যাপার নয়। এসব গুন্ডাদের আমরা চিনি।"


মদনের দাবি, সৌগতকে যে ফোন করেন, তাঁর টাওয়ারের লোকেশন ট্র্যাক করলেই সব পরিষ্কার হয়ে যাবে। জয়ন্ত জেলে রয়েছেন। সেখান থেকে ফোন আসার সম্ভাবনা কম। তাই সৌগতকে ফোন করার পরই তাঁকে ফোন করল কে, জানতে হবে বলে বক্তব্য মদনের। মদনের দাবি, কামারহাটির বহু জায়গার গুন্ডারা অর্জুন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে, কামারহাটিতে বিজেপি-র একটি নিউক্লিয়াস তৈরির প্রয়াস চলছে।