কলকাতা : উত্থান-পতন জীবনে লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...আজ ২০ অগাস্ট, রবিবার আপনার ভাগ্যে কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই দৈনিক রাশিফল। এদিনটা কেমন যাবে আপনার ? দেখে নিন রাশিফলে...
মেষ- উদ্বেগ-সমস্যায় ভুগবেন। বেতন না পেয়ে থাকলে, বন্ধুর কাছে ঋণ নিতে পারেন। শ্বশুরবাড়ি থেকে এমন কোনও খবর আসতে পারে যার জেরে আপনি দুঃখিত হয়ে পড়বেন। চিন্তায় ডুবে থাকবেন। বিবাহিত জীবনে টানাপোড়েন ডিভোর্সের দিকে যেতে পারে।
বৃষ- আজ আপনি এমন কোনও কাজে লিপ্ত হতে পারেন, যাতে আপনার স্বাস্থ্য পুনরুজ্জীবিত হবে। বাজি ধরে যারা টাকা খুইয়েছেন, আজ তাঁরা আর্থিক টানাপোড়েনে পড়বেন। তাই এজাতীয় কাজ থেকে দূরে থাকুন। নতুন সম্পর্কের মধ্যে সুখ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বাড়িতে থাকলে, পারিবারিক দ্বন্দ্ব বাড়তে পারে। যার জেরে আপনি চিন্তিত হয়ে পড়বেন।
মিথুন- সেই কাজ করুন যেটা আপনাকে সন্তুষ্ট করে। ব্যবসা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ঘনিষ্ট কেউ আপনাকে আর্থিক সহায়তা দিতে পারেন। বন্ধুবান্ধব ও পরিবারবৃত্ত থেকে আসবে উৎসাহ ও সমর্থন। জীবনসঙ্গীর সঙ্গে বা কোনও বন্ধুর সঙ্গে সিনেমা দেখে সময় কাটাতে পারেন।
কর্কট- যত তাড়াতাড়ি সম্ভব ভয়কে জয় করুন। আবেগ নিয়ন্ত্রণ করুন। অন্যথা তা আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। আজ ভাই-বোনদের কেউ আর্থিক সহায়তার জন্য আপনার দ্বারস্থ হতে পারেন। অপ্রত্যাশিত কারও কাছ থেকে আমন্ত্রণ পাবেন। সম্পর্কে বিবাদ। কথা বলে সঙ্গীর মধ্যে বিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন।
সিংহ- বাইরের কাজকর্ম করতে করতে আজ ক্লান্ত হয়ে পড়বেন এবং চিন্তাও বাড়বে। আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে আজ তা শোধ করতে একপ্রকার বাধ্য হবেন। পারিবারিক অনুষ্ঠানে নতুন পরিচিতি । যদিও এক্ষেত্রে সতর্ক থাকুন। ভালবাসার মানুষকে আজ অতিরিক্ত আবেগপ্রবণ ভঙ্গিমা দেখানো থেকে বিরত থাকুন। বাইরের কেউ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে টানাপোড়েন মেটাতে উদ্যত হতে পারেন।
কন্যা- ডায়েটে মনোযোগ দিন। মূলত আপনি যদি মাইগ্রেনের রোগী হোন। কারণ, খাবার এড়ালে অপ্রয়োজনীয় চাপ বাড়তে পারে। ঠিকঠাক খাওয়া-দাওয়া করুন। কাজের চাপ বাড়তে থাকায়, মানসিক অশান্তিও বাড়তে পারে। শান্ত-সংযত থাকার চেষ্টা করুন। অতীতের বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন।
তুলা- আপনার ভেতরের শিশুসুলভ প্রকৃতি বাইরে আসবে। যার জেরে আপনি উচ্ছ্বসিত থাকবেন। বেড়াতে যাওয়া এবং খরচ-খরচার ইচ্ছে হতে পারে। যদিও ভবিষ্যতে আক্ষেপ করার থেকে, আগে থেকে সংযত হোন। সামাজিক জমায়েত প্রভাবশালীদের সঙ্গে পরিচিতির সুযোগ করে দেবে। আজ কাজ থেকে একটু বিরতি নিন। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটান।
বৃশ্চিক- পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটি কাটাতে গেলে মনে প্রশান্তি আসবে। কমিশন বা রয়্যালটির মাধ্যমে লাভবান হতে পারেন। সন্তানের সহায়তায় বাড়ির কাজ সফলভাবে শেষ করতে পারবেন। দিনটি আজ ক্লান্তকর হলেও, সময়ের সাথে সাথে ইতিবাচক দিক বেরিয়ে আসবে। স্ত্রীর চাহিদা মেটাতে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন। কাজে আপনার প্রচেষ্টা ঊর্ধতনদের প্রশংসা কুড়াবে।
ধনু- আজ খুবই আত্মবিশ্বাসী থাকবেন। ভাই-বোনদের কেউ আজ আপনার কাছে টাকা ধার চাইতে পারে। পারিবারিক বাধার মুখে পড়তে পারেন। যার জেরে চিন্তিত থাকবেন। সময়ানুবর্তীতা নিয়ে সন্তানদের মূল্যবান উপদেশ দেবেন।
মকর- মানসিক শান্তির জন্য দান-ধ্যানের কাজ করলে ফল পাবেন। অতীতে কেউ বিনিয়োগ করে থাকলে, আজ তা থেকে লাভবান হতে পারেন। প্রেমিকার অনুপস্থিতি দিনটি আপনার কাছে চ্যালেঞ্জিং ঠেকতে পারে। আজ এতটাই অলস বোধ করবেন যে বিছানা থেকে উঠতে চাইবেন না। যদিও দিন বাড়ার সঙ্গে সঙ্গে সময়ের মূল্য বুঝতে পারবেন।
কুম্ভ- ভয়, ঘৃণা, ঈর্ষার মতো নেতিবাচক বিষয়গুলি ঝেরে ফেলার চেষ্টা করুন। অস্থাবর সম্পত্তির ব্যাপারে আজ ক্ষতির মুখে পড়তে পারেন। তাই, বিশেষ নজরদারি চালান। প্রেমিকার উপস্থিতিতে এতটাই আনন্দিত থাকবেন যে উৎসাহিত বোধ করবেন। কাজের জায়গায় আপনার প্রচেষ্টা ঊর্ধতনদের নজর কাড়বে। আপনার মুখে হাসি ফুটবে।
মীন- পরিবারের সঙ্গে সময় কাটালে অফুরান আনন্দ পাবেন। কথাবার্তায় সংযত হোন। ভালবাসার মানুষকে কর্কট শব্দ বলবেন না। পরে আক্ষেপ করতে হতে পারে। অবসর সময়ে সন্ধেয় কোনও পরিচিতের বাড়িতে গিয়ে কাটাতে পারেন। প্রতিবেশী কারও কাছ থেকে শোনা কোনও কথা বাড়িতে তুলতে পারেন আপনার স্ত্রী। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।