কলকাতা: বাকুতে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিক্সে নামার যোগ্যতাঅর্জন করলেন মেহুলি ঘোষ। আসন্ন ৫০ ওভার বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি। এক নজরে খেলার সব খবর।
মেহুলির যোগ্যতাঅর্জন
শ্যুটিংয়ে দুরন্ত সাফল্য ভারতের। বাকুতে শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে (World Shooting Championship) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন বাংলার মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। এই সাফল্যের সুবাদেই আসন্ন প্যারিস অলিম্পিক্সেরও ছাড়পত্র পেয়ে গেলেন বঙ্গতনয়া।
ব্যক্তিগত বিভাগে তো বটেই, দলগত বিভাগেও ১০ মিটার এয়ার রাইফেলে প্রতিযোগিতায় জয় পান মেহুলি। তিল্লোতমা সেন এবং রমিতার সঙ্গে জুটি বেঁধে ভারতকে সাফল্য এনে দেন মেহুলি। দলগত বিভাগে তাঁদের মোট স্কোর ১৮৯৫.৯। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ১৮৯৩.৭ স্কোর করা চিনের দলকে পিছনে ফেলে দেয় ভারত। দলগত বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জেতে জার্মানি। তবে এই ইভেন্ট জিতলেও, দুর্ভাগ্যবশত একমাত্র ব্যক্তিগত বিভাগে সাফল্যের মাধ্যমেই অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন করা যায়, তাই মেহুলি প্যারিসের ছাড়পত্র পেলেও এই জয়ের সুবাদে তিলোত্তমা বা রমিতা অলিম্পিক্সের ছাড়পত্র পাননি।
বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ
আর দুই মাসও বাকি নেই, তারপরেই ভারতের মাটিতে শুরু হয়ে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। সেই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের আগে দল গোছানোর কাজও শুরু করে দিয়েছে সকলেই। এরই মাঝে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির (ICC) তরফে টুর্নামেন্টের ম্যাসকটকে (ICC World Cup 2023 Mascot) প্রকাশ্যে আনা হল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দুই ভারতীয় অধিনায়ক শেফালি ভার্মা ও যশ ধুলের উপস্থিতিতেই এই ম্যাসকটিকে প্রকাশ্যে আনা হয়।
আইসিসির তরফে এই বলা হয় এই ম্যাসকটগুলি গোটা বিশ্বে ক্রিকেটের মাধ্যমে যে ঐক্যের ছবি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিনিধি। প্রতিনিধি ক্রিস টেটলে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'এই চারিত্রিক বৈশিষ্ট্যই সংস্কৃতি এবং সীমানার বাধা পেরিয়ে সর্বজনের কাছে আবেদনময় করে তোলে ক্রিকেটকে। ঐক্য এবং আবেগের আলোকসঙ্কেত হিসেবে বিরাজ করে এই ম্যাসকট। ম্যাসকটে উভয় লিঙ্গেরই উপস্থিতি এই বিশ্বে সাম্যের গান গায়। আইসিসি পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আগ্রহী এবং সেই লক্ষ্যে এইগুলি ছোটদের জন্য বেশ আনন্দদায়ক হবে, যা আইসিসির টুর্নামেন্টগুলি বাদেও খেলার প্রতি ভালবাসা তুলে ধরবে।'
ইস্টবেঙ্গলের জয়
মরশুমের শুরুটা ভাল না করলেও, ইতিমধ্যেই ডুরান্ড কাপের পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগেও (Calcutta Football League 2023) দারুণ ছন্দে লাল হলুদ শিবির। এবার সিএফএলে ২-০ স্কোরলাইনে পড়শি ক্লাব এরিয়ানকে (Aryan Club) হারাল ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই লাল হলুদের হয়ে দুইটি গোল করেন জেসিন টিকে এবং আমন সিংহ।
ট্রায়াল থেকে সরলেন বজরং, দীপক
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়াল থেকে সরে দাঁড়ালেন বজরং পুনিয়া (Bajrang Punia) ও দীপক পুনিয়া (Deepak Punia)। আগামী বছর অলিম্পিক্সের ইভেন্ট বসবে প্য়ারিসে। সেখানে যোগ্যতা অর্জন করতে হলে বেলগ্রেডে আয়োজিত কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই হত এই ২ কুস্তিগীরকে। কিন্তু তাঁদের এই সিদ্ধান্তে অবাক সাই ও কুস্তি ফেডারেশন। ২ কুস্তিগীরই এশিয়ান গেমস পর্যন্ত রাশিয়ায় ও কিরঘিজস্তানে প্রস্তুতি নেওয়ার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ আগস্ট পাতিয়ালাতে হওয়ার কথা ট্রায়াল। উল্লেখ্য, রোমানিয়ায় আয়োজিত চলতি আন্তর্জাতিক রেসলিং টুর্নামেন্টে খেলার জন্য বজরং SAI-র কাছে অনুমতি চেয়েছিলেন, যা অনুমোদিত হয়েছিল, কিন্তু তিনি খেলতে যাননি।
সূত্র মারফৎ জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার বজরং ২১ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কিরঘিজস্তানে প্রস্তুতি সারার আবেদন জানিয়ে সাইকে চিঠি লিখেছেন। অন্যদিকে দীপক ২৩ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় প্রস্তুতি সারার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন সাইকে। কর্তৃপক্ষের তরফে এই ২ কুস্তিগীরের আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে তিনটি শর্ত দেওয়া হয়েছে তাঁদের। বজরং ও দীপকের কাছ থেকে তাদের ফিটনেস সার্টিফিকেট চাওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে না খেলার বিষয়েও তাদের দুজনের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এছাড়াও দীপক ও বজরংকে তাঁদের ভিসা নিজেদেরই করে নেওয়ার কথা জানানো হয়েছে। ভিসার ক্ষেত্রে দীপক বলেছেন যে তাঁর কাছে ভিসা ইতিমধ্যেই রয়েছে। অন্য়দিকে বজরং জানিয়েছেন তিনি নিজের ভিসা করে নেবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: রিচার্ডসের শুরু, গাওস্করের শেষের সাক্ষী, চিন্নাস্বামী স্টেডিয়ামের পরতে পরতে ইতিহাস