আগামীকাল বৃহস্পতিবার। গ্রহ - নক্ষত্রের  প্রভাবে কোন রাশির ভাগ্য কোন দিকে চালিত হবে ? রইল তুলা থেকে মীনের রাশিফল। 


তুলা রাশি


তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার একটু কঠিন দিন হতে পারে।  উত্তেজনা হতে পারে কোনও কারণে।  মাথা গরম করা চলবে না। আলোচনাই হতে পারে সমাধানের পথ। কর্মজীবন নিয়ে কোনও সিদ্ধান্ত নিলে ভেবে চিন্তে নিন। অংশীদারিত্বে কোনো কাজ করলে ঝগড়া হতে পারে। বিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু পৈতৃক সম্পত্তি পেতে পারেন।


বৃশ্চিক রাশি 
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিবার বেশি সক্রিয় হতে হবে।  অলসতার জন্য কাজ বিলম্বিত হবে। সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। ভাই-বোনদের কাছ থেকে সাহায্য পাবেন।  নতুন কিছু কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। কিছু ভাল খবর শুনতে পারেন।


ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের বিতর্ক থেকে দূরে থাকতে হবে।  শ্বশুরবাড়ির কারও কাছ থেকে অর্থ সংক্রান্ত সাহায্য চাইলেই পাবেন। কোনও কাজ ভেস্তে যেতে পারে।  স্বাস্থ্যসমস্যা হতে পারে।  সম্পত্তি কেনার জন্য ভাল দিন। 


মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের  দিন নানা সমস্যায় কাটবে।  কিছু হতাশাজনক তথ্য শুনতে পারেন। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকতে হবে।নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে বৃহস্পতিবার দিনটি বাদ দিন। 
পরিকল্পনা করে কাজ করুন । 


কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিবার দিনটি কাটবে ভালয়- মন্দয় মিশিয়ে।  পারস্পরিক সহযোগিতার অনুভূতি থাকবে। অপরিচিত কোনো ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখাই ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু কাজের জন্য পুরস্কার পেতে পারেন। শিক্ষার্থীদের তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য জোরকদমে লেগে পড়তে হবে। 


মীন রাশি                                    
মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিন মোটের উপর মন্দ কাটবে না। নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। বাবার পরামর্শ  মেনে চললে ভালো। আধ্যাত্মিকতার দিকে মন থাকবে। 
পরিবারের চলমান মতপার্থক্য কাটিয়ে উঠুন।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।