কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ০-১ পিছিয়ে রয়েছে ভারতীয় দল (IND vs SL ODI Series)। বাকি এক ম্যাচ। তৃতীয় ওয়ান ডে জিতে সিরিজ় ড্র করার লক্ষ্যে তাই মরিয়া হয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই ভারতীয় দলের নেট সেশনে জমিয়ে কসরত করতে দেখা গেল শুভমন গিলকে (Shubman Gill)। দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মার থেকে টিপসও নিলেন তিনি।
তরুণ ভারতীয় ওপেনার দ্বীপরাষ্ট্রের মাটিতে এখনও পর্যন্ত তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে গিল ৩৪ রানের ইনিংস খেললেও, তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বল খেলে মাত্র ৩৯ রান করেন তিনি। প্রথম ওয়ান ডেতে ৫০-রও কম স্ট্রাইক রেটে ৩৫ বলে ১৬ রান করেছিলেন শুভমন। দ্বিতীয় ওয়ান ডে তাঁর ব্যাট থেকে আসে ৪৪ বলে ৩৫ রানের ইনিংস।
একদিকে যেখানে ওপেনিংয়ে রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিং সকলেরই নজর কেড়েছে, সেখানে গিল তেমন বড় রানই পাননি। সেই কারণেই সম্ভবত দলের সবথেকে সিনিয়র দুই ক্রিকেটারের কাছে পরামর্শের জন্য ছুটলেন গিল। গিলের অনুশীলনে বিরাট, রোহিতের সঙ্গে আলাপ আলোচনার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুই তারকা ব্যাটারের থেকে সম্ভবত নিজের টেকনিক এবং কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, সেই বিষয়েই কথা বলেন গিল।
যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মার মতো ওপেনারদের থাকা সত্ত্বেও ভারতীয় ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা সফরে ওপেনিংয়ে গিলের ওপরই ভরসা দেখিয়েছে। সেই ভরসার প্রতি এখনও সুবিচার করতে পারেননি তরুণ তুর্কি। ওপেনিং জায়গার জন্য বেশ কড়া প্রতিযোগিতাও রয়েছে। সেই কারণেই তাঁর দ্রুত ফর্মে ফেরার প্রয়োজন। হয়তো গিলের মাথায় কোথাও সেই চিন্তাও ঘোরাফেরা করছে। দলের সহ-অধিনায়ক তাই সফরের শেষ ম্যাচে বড় ইনিংস খেলে নিজেকে প্রমাণ করতে কিন্তু মরিয়া হয়ে মাঠে নামবেন। তিনি সফল হন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঠিকভাবে দাঁড়াতেও পারছেন না! বিনোদ কাম্বলির ভাইরাল ভিডিও দেখে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা