কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল দেখে নিন।
মেষ- যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাঁরা একটু সাবধানে থাকবেন। ভিড় জায়গা এড়িয়ে চলবেন। কোনও জায়গা থেকে আর্থিক প্রাপ্তি জুটতে পারে। এদিন সন্ধেয় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে হঠকারি সিদ্ধান্ত নেবেন না।
বৃষ- ইতিবাচক মানসিকতা থাকবে আপনার। ব্যবসায়ীদের অনেকে কোনও বন্ধুর সাহায্যে লাভের মুখ দেখতে পারেন। ঘনিষ্ঠ কারও ব্যবহারে অবাক হতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা রয়েছে। কর্মক্ষেত্রে সুসময় কাটবে।
মিথুন- নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন আপনি। কারও সাহায্য ছাড়াই নিজের ক্ষমতায় আলাদা আয়ের ব্যবস্থা করে উঠতে পারবেন। বন্ধু বা আত্মীয়ের হাতে আর্থিক সিদ্ধান্ত ছাড়বেন না। হঠাৎ কোনও ভ্রমণের সুযোগ আসতে পারে।
কর্কট- নিজের লক্ষ্য নিজের কাছে স্পষ্ট রাখুন। কাজের সঙ্গে সঙ্গে অবসর সময় ভালভাবে কাটানোর দিকেও নজর দিন। এদিন যে কোনও জায়গায় বিনিয়োগ করবেন না। সঙ্গীর ব্যবহারে খুশি হবেন। নতুন কোনও যোগাযোগ হতে পারে যা পেশাগত দিক থেকে সহায়ক হবে।
সিংহ- খাবার খাওয়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন, নিজের স্বাস্থ্যের কথা ভেবে যে কোনও সিদ্ধান্ত নেবেন। পুরনো কোনও বন্ধুর থেকে ভাল কোনও পরামর্শ মিলবে। ঘনিষ্ঠ কারও থেকে উপহার মিলতে পারে। সৃজনশীল ক্ষেত্রে কারও কারও ভাল দিন। তাঁরা কাজের জন্য পরিচিতি পেতে পারেন।
কন্যা- দীর্ঘদিন ধরে যে টাকা সঞ্চয় করে আসছেন আজ তা কোনও কাজে লাগতে পারে। যদিও হঠাৎ খরচ হয়ে যাওয়ায় আপনার আর্থিক অবস্থায় তা একটু ধাক্কা দিতে পারে। সঙ্গীকে সময় দিন, নয়তো সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। পুরনো কোনও ভাল স্মৃতি এদিন আপনার মন ভাল করতে পারে। কর্মক্ষেত্রে আপনার শত্রুদের আজ তাদের কাজের জন্য সমস্যায় পড়তে হবে।
তুলা- অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষ চিনুন। কারও উপর জোর খাটাবেন না, তাঁদের মত গুরুত্ব দিয়ে শুনলেই সমস্যা মিটে যাবে। দীর্ঘদিনের কোনও পরিচিত ব্যক্তি আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে। স্বামী বা স্ত্রীয়ের ব্যক্তিগত পরিসরে অযাচিত ভাবে হস্তক্ষেপ করবেন না। ব্যবসায়ীরা কাজের কথা বলার সময় সংযত থাকুন।
বৃশ্চিক- এদিন ভাল কাটবে আপনার। ঘরের জন্য কোনও প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। তবে তার জন্য বেশ কিছুটা খরচ হতে পারে। ঘরের জমে থাকা কাজগুলি এদিন মিটিয়ে ফেলুন। ভাল শ্রোতা হয়ে উঠুন, তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
ধনু- শুধু খারাপ দিকগুলিকেই বারবার ভাববেন না। শুধুমাত্র সমস্যা এবং খারাপ দিকে বেশি মনোযোগ দিলে বাকি কাজ নষ্ট হবে। কোনও বিনিয়োগের সুযোগ এলে আগে ভাল করে দেখেশুনে তারপর সিদ্ধান্ত নেবেন। শ্বশুরবাড়ির কোনও সদস্যের কাজের জন্য বিরক্ত হতে পারেন। কোনও সমস্যাসঙ্কুল পরিস্থিতিতে সঙ্গীকে পাশে নাও পেতে পারেন।
মকর- প্রবল চাপ থাকলেও এদিন স্বাস্থ্য ঠিক থাকবে আপনার। কোনও আর্থিক টানাপড়েনের মুখে পড়তে হতে পারে। কিন্তু আপনার জ্ঞান ও অভিজ্ঞতার কারণে পরিস্থিতি পাল্টে দিতে পারেন আপনি, ক্ষতির বদলে আখেরে লাভই হতে পারে আপনার। কোনও কাজের দায়িত্ব নিতে হতে পারে এদিন। ছোটখাট বিষয়গুলিতেও গুরুত্ব দিন।
কুম্ভ- এদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। অস্থাবর সম্পত্তির নিরাপত্তা নিয়ে সতর্ক থাকুন। সেগুলির নিরাপত্তার জন্য ঠিকমতো ব্যবস্থা নিন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে এদিন। মানসিক শক্তির কারণেই কর্মস্থলে ভাল সময় কাটবে। কোনও আত্মীয় এদিন আপনার বাড়ি আসতে পারে।
মীন- কোনওকারণে ব্যর্থ হলেও মন খারাপ করবেন না। আরও বেশি মন দিয়ে সেই কাজ করুন, সাফল্য আসবেই। কোনও সমস্যার সময় কোনও আত্মীয় আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাল কোনও জায়গায় সঞ্চয় করতে শুরু করুন। কোনও ঘনিষ্ঠ ব্যক্তির ব্যবহারে অবাক হতে পারেন। ব্যবসায়ীরা ভাল লাভ পেতে পারেন এদিন।
আরও পড়ুন: শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি , জেনে নিন যোগ্য়তা ও আবেদনের পদ্ধতি