কলকাতা: জীবনে ভাল খারাপ লেগেই থাকে। অনেকেই বলে থাকেন, একটানা খারাপের পর এবার ভাল আসবে। অনেকেই অপেক্ষা কের থাকেন। কিন্তু তারপরেও আশানুরূপ ফল আসে না। মন খারাপ হয়। আবার ভাল কাটাতে কাটাতে খাদে গিয়েও পড়ে অনেকে। তবে এই ভাল-খারাপ যদি আগে থেকে জেনে নেওয়া যায়, তাহলে অনেকটাই সতর্ক থাকা যায় খারাপ পরিস্থিতির জন্য এবং ভাল খবরের জন্য প্রস্তুত থাকা যায়। আজ ১৪ অক্টোবার , শুক্রবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- প্রেমের জন্য আজকের দিন শুভ। ইচ্ছেপূরণ হতে পারে আজ। চিকিৎসা বিষয়ে খরচ বাড়তে পারে। মজা করতে গিয়ে বিপদে পড়তে পারেন। শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন। পড়ুয়াদের পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে।
বৃষ- ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হবে। ভালো কাজে সুনাম পাবে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখুন, মাথা খাটান, নইলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আবেগে নিয়ন্ত্রন রাখুন, নইলে সমস্যা বাড়বে ।বাড়তি খরচ দেখা দিতে পারে।
মিথুন- কাজে ভুল হওয়ার সম্ভাবনা, সতর্ক থাকুন। অতিরিক্ত পরিশ্রমে অসুস্থ হতে পারেন। বন্ধুদের থেকে সাবধান থাকুন। পরিবারে স্বাস্থ্যে নজর দিন, খরচ বাড়তে পারে। অধিক পরিশ্রম হলেও আয় বাড়বে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন না। আর্থিক দিক থেকে দিনটি ভাল যাবে।
কর্কট- ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পরিবারের চিকিৎসায় চাপ বাড়তে পারে। কাজের জায়গায় সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। ভ্রমণের সুযোগ আসতে পারে।পুরনো রোগ ফেলে রাখবেন না।
সিংহ- আজ আপনার শুভ দিন, ভাল কিছু ঘটতে পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। কর্মজীবনে সুযোগ ভাল আসবে। প্রেমে জটিলতা আরও বাড়তে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে।
কন্যা- প্রেমে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে পারেন। ব্যবসায় জটিলতা থেকে মুক্তি। অফিসে আজকে ভালো দিন। শরীর নিয়ে সতর্ক থাকুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।
তুলা- কাজের জন্য সুনাম বাড়বে। কর্মস্থলে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে। ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে ।
বৃশ্চিক- বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন ।প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা। দাম্পত্যে কলহ। শরীর নিয়ে ভোগান্তি হতে পারে, নজরে রাখুন।
ধনু- আইনি কাজে ভাল সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়তে পারেন।ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে।
মকর- ব্যবসা নিয়ে একটু সতর্ক থাকবেন। কাজের সুযোগ ভাল আসতে পারে। চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে।
কুম্ভ- ব্যবসায় চাপ বাড়তে পারে। ভ্রমণে বাধা আসবে। কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন। কাজের জায়গায় ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে।
মীন- ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।