কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) শীর্ষপদ থেকে সরে যেতে কার্যত বাধ্য হচ্ছেন তিনি। ক্রিকেট প্রশাসনে তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, সিএবি-র মসনদে ফিরতে পারেন তিনি। প্রেসিডেন্ট পদে জমা দিতে পারেন মনোনয়ন।
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে যদিও মনে করেন, আজীবন কেউ ক্রিকেট প্রশাসনে থাকবেন না। সেই সঙ্গে তাঁর আমলে ভারতীয় ক্রিকেট যে উজ্জ্বল পথে গিয়েছে, তাও তুলে ধরছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হল সৌরভকে। সেই অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'নিজে ক্রিকেট খেলেছি। ক্রিকেট প্রশাসনও সামলেছি। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি যে, ক্রিকেট প্রশাসকের কাজটা অপেক্ষাকৃত সহজ। তবে একসঙ্গে অনেক কিছু করতে হয়। আমি খুব ভালবাসি এই কাজটা। যদি গত তিন বছর ভারতীয় ক্রিকেটের দিকে দেখেন, দেখবেন অনেক কিছু ভাল হয়েছে।'
নিজের মন্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন সৌরভ। বলেছেন, 'করোনাকালে আইপিএল আয়োজন করা, মহিলাদের ক্রিকেট, অনেক ইতিবাচক ছবি রয়েছে। মহিলা ক্রিকেট দল রুপো জিতেছে (কমনওয়েলথ গেমসে)। বিদেশে ভারতীয় পুরুষদের দল খুব ভাল খেলেছে। ভারতীয় ক্রিকেটে এখন প্রচুর প্রাণশক্তি।'
সৌরভের ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ থেকে সরে যাওয়ার খবরে বঙ্গ ক্রিকেটপ্রেমীরা হতাশ। সৌরভের অনুরাগীরা হাহুতাশ করছেন। সৌরভ নিজে যদিও নির্লিপ্ত থাকছেন। বলছেন, 'আজীবন কেউ খেলে যেতে পারে না। প্রশাসকও থাকতে পারে না।'
আরও পড়ুন: চমক! বোর্ড ছেড়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ? মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুঙ্গে জল্পনা