কলকাতা: আজ ১5 জুন, বৃহস্পতিবার। কী বলছে আপনার রাশিফল (Daily Horoscope)? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।
মেষ: আজ আপনার স্বাস্থ্য খুব ভাল থাকবে। তবে পরিবারের কেউ অসুস্থ হলে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। তবে টাকার চিন্তা না করে পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। কর্মক্ষেত্রে নিজের ভুল মেনে নিলে সুবিধা হবে।
বৃষ: ব্যবহার ভাল করুন। সম্পর্কে কাউকে 'টেকেন ফর গ্রান্টেড' করা উচিত নয়, তা বুঝতে হবে। বিদেশে যদি জমিতে বিনিয়োগ করে থাকেন তাহলে লাভ দেখে তা আজ বিক্রি করে দেওয়াই ভাল। পরিজন ও বন্ধুদের থেকে উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। ফাঁকা সময় ওয়েব সিরিজ দেখে কাটাতে পারেন।
মিথুন: ইচ্ছেপূরণ হওয়ার জন্য উপযুক্ত দিন। বাড়ির অনুষ্ঠানে ভাল পরিমাণ অর্থ ব্যয় হতে পারে, যার ফলে আর্থিক টানাপোড়েন হতে পারে। বাড়ির কাজ অবহেলা করবেন না। অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন, সাবধানে থাকাই শ্রেয়।
কর্কট: নিজের পছন্দের কাজে মনোনিবেশ করুন। পরিবারের গুরুজনদের থেকে সাহায্য চাইতে কুণ্ঠা বোধ করবেন না। তা আর্থিক কারণে হলেও। গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে নিজের পরিচিতের গণ্ডি বাড়াতে পারেন। সঙ্গীর ওপর প্রতিশোধ না নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। অফিসের কাজ তাড়াতাড়ি মিটিয়ে বাড়ি ফিরে আসার চেষ্টা করতে পারেন।
সিংহ: মানসিক চাপ থাকতে পারে আজ। তবে শরীর সুস্থই থাকবে। তবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকাই শ্রেয় আজ। নতুন কাজের ক্ষেত্রে অভিভাবকের পরামর্শ নিতে পারেন। ভ্রমণ বা মনোরঞ্জনের ক্ষেত্রে সময় ব্যয় করতে পারেন আজ।
কন্যা: অন্যদিনের তুলনায় আজ একটু শরীরে জুত কম পেতে পারেন। বাড়তি কাজের চাপ না নেওয়াই শ্রেয়। তার বদলে নিজের যত্ন নিন, বিশ্রাম করুন। রিয়েল এস্টেট ও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভাল দিন। পরিবারের সমর্থন পাবেন আজ। সঙ্গী বিশেষ সারপ্রাইজ দিতে পারে।
তুলা: ধ্যানের মাধ্যমে শান্তি পেতে পারেন। বিভিন্ন চ্যালেঞ্জ থেকে আপনাকে স্বস্তি দিতে পারে। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বাড়ির কাজকর্ম অবহেলা না করাই শ্রেয়। কারও দৃষ্টি আকর্ষণ করতে পারেন। বাড়িতে গুরুজন বা বাচ্চার স্বাস্থ্যের অবনতি, দুশ্চিন্তায় ফেলতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
বৃশ্চিক: মতানৈক্য ও দুশ্চিন্তা আজ বিরক্তির সৃষ্টি করতে পারে। কঠিন পরিস্থিতিতেও সাবধানে কথা বলতে হবে। আপনার কথায় কেউ যেন আঘাত না পায়। আমোদের সঙ্গে ব্যবসাকে এক করে ফেলবেন না। ব্যক্তিগত জিনিসের বিশেষ দায়িত্ব নেওয়া প্রয়োজন। ঠান্ডা মাথায় যে কোনও পরিস্থিতির মোকাবিলা করুন।
ধনু: আজ নিজের মধ্যে প্রচুর শক্তি অনুভব করবেন। তবে কাজে বেশি চাপ বিরক্তি আনতে পারে। ভাই বা বোনের সাহায্য আজ কাজে লাগতে পারে, ফলে তাঁদের থেকে সাহায্য চাইতে পিছপা হবেন না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে আপনার জন্য ভাল। সাহায্যকারী ও কেয়ারিং বন্ধুর সংস্পর্শে থাকবেন। সঙ্গীর ভালবাসা যে কোনও কাজের চাপ লাঘব করতে সাহায্য করবে।
মকর: আপনার উপস্থিতিই আজ আলাদা মাধুর্য ছড়াবে। যে বন্ধুরা বারবার টাকা ধার চাইছেন তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। নয়তো নিজে অযাচিত আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। দিনের পরের অংশে আচমকা কোনও সুখবর আসতে পারে। অফিসের কাজে বিশেষ লাভ হবে।
কুম্ভ: আজ, আপনি সত্যিকারের প্রশংসা প্রকাশ করার এবং অন্যদের সাফল্য উপভোগ করার সুযোগ পাবেন। বাড়ি থেকে বেরনোর আগে গুরুজনেদের আশীর্বাদ সঙ্গে নিন। কাছের কারও সঙ্গে যোগাযোগের অভাব মনে অস্বস্তি সৃষ্টি করতে পারে। আপনার কঠোর পরিশ্রমের দাম পাবেন। বৈবাহিক জীবনে উত্তেজনা ফিরিয়ে আনার চেষ্টা করুন, সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন।
আরও পড়ুন: Hair Care Tips: একঢাল ঘন -কালো চুল রয়েছে আপনার, লম্বা চুলের যত্নে অবশ্যই মেনে চলুন নিয়মগুলো
মীন: আজ আপনার শরীরের সার্বিক অবস্থা ভালই থাকবে। এই সুযোগে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে নিন, সময় কাটান, শারীরিক কসরতের কাজ সারুন। বহুদিন ধরে যাঁরা আর্থিক সমস্যার মোকাবিলা করছেন, তাঁরা আজ আশার আলো দেখতে পারেন। আপনার বুদ্ধিমত্তা মজার পরিবেশ তৈরি করবে। সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের থেকে সাহায্য নিতে পারেন।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial