রবিবার দিনটি কেমন যাবে আপনার? কী আছে ভাগ্যে দিনটি শুরুর আগে জেনে নিন রবিবার অর্থাৎ ১৭ জুলাই-এর রাশিফল।
মেষ: অপ্রয়োজনীয় খরচ বাড়বে। পরিবারে ভিন্ন মত দেখা দিতে পারে। কিন্তু, পরিবারের বড়দের সাহায্য নিয়ে আপনি তার সমাধান করে ফেলবেন। প্রেমজীবন থাকবে চমৎকার। প্রিয়তমাকে রোম্যান্সের মেজাজে পাবেন।
বৃষ : দিনটি আপনার পক্ষে ইতিবাচক। কর্মক্ষেত্রে তিক্ততাকে কীভাবে মিষ্টতায় পরিণত করতে হবে, সেই কৌশল শিখতে হবে। তখনই নিজের কাজ উতরে নিতে পারবেন। অফিসের বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাবেন।
বৃষ : আপনি যদি পরিবারের কারও প্রতি বিরক্ত থাকেন, তবে কথা বলে সমস্যার সমাধান করার জন্য উপযুক্ত দিন। আয়ের নতুন উৎস পাবেন। আপনার মনে নতুন আইডিয়া আসবে।
মিথুন : দিনটি আপনার পক্ষে স্বাভাবিক। বিনিয়োগে উপকৃত হবেন। দিনের শুরু থেকেই, একের পর এক ভাল খবর পাবেন। পরিবারে খুশির পরিবেশ। স্ত্রী সমস্যায় ফেলতে পারে।
কর্কট : আপনার পক্ষে দিনটি মিশ্র। ধর্মীয় ক্ষেত্রে অনেক অনুভূতি থাকবে। যাঁরা নতুন ব্যবসা শুরুর কথা ভাবছেন, তাঁদের পক্ষে দিনটি বিশেষ হতে চলেছে। ভাইবোনদের সঙ্গে একটি ম্যাচ বা সিনেমা দেখতে পারেন।
সিংহ : আপনি ঘরোয়া কাজে এত ব্যস্ত হয়ে পড়বেন যে, কর্মক্ষেত্রের কোনও কাজে নজর দেবেন না। যদি কারও সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করে থাকেন, তাহলে পার্টনারের থেকে প্রতারিত হতে পারেন। গভীর রাতের পার্টি এবং অন্যের উপর অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন।
কন্যা : দিনটি সুখের। কারণ, জীবনসঙ্গীর থেকে কোনও উপহার পেতে পারেন। আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন। ভয়মুক্ত হন। আপনার কারণে প্রিয়জন কিছুটা বিরক্ত হতে পারেন।
তুলা : পরিবারের কারও থেকে ভাল খবর পাবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। অন্যথা দুর্ঘটনার যোগ রয়েছে। কাজের জায়গায়, অন্যের মাধ্য়মে কাজ করিয়ে নিতে সফল হবেন। কথায় মিষ্টতা রাখতে হবে।
বৃশ্চিক : স্ত্রীর সাথে আরও ভাল বোঝাপড়া আপনার বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। বাবা-মাকে না বলে বাইরে থেকে তাঁদের পছন্দের খাবার নিয়ে আসতে পারেন।
মকর : দিনটি আপনার পক্ষে স্বাভাবিক। সামাজিক কাজ করতে ইচ্ছা করবে। নিজের রাগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে, আপনার শত্রুরা তার সুযোগ নেবে।
কুম্ভ : দিনটি আপনার পক্ষে ফলদায়ক। পরিবারের সদস্যদের থেকে উপহার পাবেন, তার জেরে বাড়ির পরিবেশটা উৎসাহে ভরে উঠবে। আপনার সঙ্গী অসাধারণ কিছু করবে।
মীন : কঠোর কথা আপনার চারপাশের লোকেদের বিরক্ত করতে পারে। এই রাশির জাতক জাতিকারা বেশি সময় একা কাটাতে চান।