কলকাতা: ভালো সময় আসুক না আসুক, অপেক্ষায় থাকবেন না, দেখবেন অজান্তে ভোরের আলোর মতো আপনাকে কখন ভালোবেসে জড়িয়ে ধরবে। ব্যাস, ভুলে যাবেন, আগে কী হয়েছিল, কতটা যন্ত্রনা গভীরে রয়েছে। সব এক মুহূর্তেই ম্নান। একরাশ ভালো লাগা নিয়ে আপনি দিন কাটাবেন। তাই কিছু না ভেবেই একবার দেখে নিন আজকের রাশিফল। ভাল খবর হলে আবেগে মাতবেন না, খারাপ হলে সতর্ক থাকুন, এই দুইয়ের মিশেলেই আপনার জীবন।  আজ ১৬ অক্টোবার , রবিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।

মেষ- শেয়ারবাজারে অর্থ নষ্ট হতে পারে। প্রেমের জন্য বিবাদ পরিবারে। বাড়তি খরচে কলহ বাড়বে সংসারে। ব্যবসা করলে, সতর্ক থাকুন কর্মচারীদের নিয়ে।  শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন। পড়ুয়াদের পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। 

 বৃষ- ব্যবসায় ভাল সুযোগ আসবে। অপ্রিয় কথা বলায় স্ত্রীর সঙ্গে অশান্তি।বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখুন, মাথা খাটান, নইলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

মিথুন- ভাল ব্যবহারের জন্য সুনাম পাবেন। বাড়তি খরচ চিন্তা বাড়াবে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে স্বাস্থ্যে নজর দিন, খরচ বাড়তে পারে। অধিক পরিশ্রম হলেও আয় বাড়বে।   

কর্কট- আবেগের বশে কোনও কাজ করলে বিপদে পড়তে পারেন। পরিবারের সকলে মিলে ভ্রমণের সুযোগ।পুরনো রোগ ফেলে রাখবেন না। শরীর নিয়ে সতর্ক থাকুন। 

 সিংহ- গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে।  ভ্রমণের পরিকল্পনা দূরে কোথাও না রাখাই ভালো। কর্মজীবনে সুযোগ ভাল আসবে।    শরীর নিয়ে সতর্ক থাকুন। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে।  

কন্যা- বাইরের কাজে সমস্যায় পড়বেন, সাবধান।ব্যবসায় জটিলতা থেকে মুক্তি। অফিসে আজকে ভালো দিন। শরীর নিয়ে সতর্ক থাকুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন। 

তুলা- প্রেমে পরিবারের থেকে বাধা আসতে পারে। বাড়িতে কাজের জন্য খরচ বাড়তে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন, নইলে ভ্রমণের প্ল্যান ভেস্তে যেতে পারে। ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে। 

 বৃশ্চিক-  প্রেমের বিষয়ে মানসিক চাপ বাড়তে পারে।  চিকিৎসার খরচ বাড়বে। ব্যবসায় সতর্ক থাকুন, মন্দা যেতে পারে। বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন । দাম্পত্যে কলহ। শরীর নিয়ে ভোগান্তি হতে পারে, নজরে রাখুন।

 ধনু- কাজের চাপের জন্য পরিবারে অবহেলা। ভাল কাজ করেও নিন্দা জুটতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে। কাজের চারে সংসারকে কম সময় দেওয়ার সম্ভাবনা। আইনি কাজে ভাল সুযোগ আসবে।  

মকর-  মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।কাজের সুযোগ ভাল আসতে পারে। চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। 

 কুম্ভ- সতর্ক থাকুন, নইলে সম্মানহানি হতে পারে। স্নায়বিক অসুখে কষ্ট পেতে পারেন।সম্পত্তি নিয়ে প্রতিবেশির সঙ্গে বিবাদ বাড়তে পারে। কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন।  শরীর নিয়ে সতর্ক থাকুন।  

মীন- বিবাহ নিয়ে বিশেষ আলোচনা। বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় সাফল্য আসতে চলেছে। দাম্পত্যে বিবাদ। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ভাঙবে।