কলকাতা: আজ, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, কেমন যাবে আজকের দিনটি? কী বলছে আপনার রাশিফল?
মেষ- আজকের দিনটা নানা ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। একদিনেই নানা বিষয় সামলাতে হতে পারে। সেই কারণে মানসিকভাবে বিক্ষিপ্ত থাকার সম্ভাবনা। কাজের প্রয়োজন অনুযায়ী তালিকা তৈরি করুন। পুরনো বন্ধুর সঙ্গে কথাবার্তায় মানসিক শান্তি।
বৃষ- ঘনিষ্ঠ কেউ, যাকে সম্প্রতি হারিয়েছেন তার জন্য কিছু করতেই হবে। কর্মক্ষেত্রে আপনার থেকে অনেকবেশি আশা করা হবে। এদিন কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। তবে নতুন সুযোগ আসার সম্ভাবনাও রয়েছে।
মিথুন- এদিন কোনও সমস্যা দিয়ে দিনটা শুরু হতে পারে। তবে সেসব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। হাতে নতুন কোনও প্রকল্প আসতে পারে। প্রেমের সম্পর্ক নতুন করে জোড়া লাগার সম্ভাবনা
কর্কট- যে কোনও খবর বিশ্বাস করার আগে নিজে একবার যাচাই করবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সমস্যা হতে পারে। পুরনো কোনও যোগাযোগ থেকে বিশেষ কোনও সুবিধা নাও মিলতে পারে।
সিংহ- আপনাকে পছন্দ করে, শ্রদ্ধার চোখে দেখে এমন কেউ থেকে থাকতে পারে। পুরনো কোনও পছন্দের কাজ বা জিনিস নতুন করে ফিরে আসতে পারে। কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে সমস্যা হতে পারে।
কন্যা- কাছাকাছি কোনও ভ্রমণের সুযোগ। কোনও ভাল খবর মিলতে পারে। কর্মক্ষেত্রে কেউ পাশে দাঁড়াতে পারে। কাউকে সাহায্য করা থেকে নিজেকে আটকাতে পারেন আপনি।
তুলা- আগে যা যা কাজ করেছেন, তার জন্য ভাল ফল মিলতে পারে। কাজের জন্য পরিচিতি বাড়বে। প্রেমের সম্পর্কে নতুন কোনও মোড় আসতে পারে। মাতৃস্থানীয়া কারও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
বৃশ্চিক- এদিন কাজের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে বিশ্রাম নিতে পারেন। দিনের একটা বড় সময় এভাবেই কাটাতে পারেন। কোথাও লেখালেখি করা বা চিঠি লেখা মানসিক বিশ্রামের ক্ষেত্রে অনেকটা কাজে দেবে।
ধনু- দিনের শুরুতে একটু ব্যস্ততা বা কাজের চাপ থাকবে কিন্তু বিকেলের পর থেকে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে কোনও বন্ধু আসতে পারে। হঠাৎ কোনও প্ল্যান করতে পারেন আপনি। কোনও লগ্নি করে থাকলে এখন তা ভাল আয় দিতে পারে।
মকর- কোনও কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে নিজের উপর ভরসা রাখুন। নিজের মনের কথা শুনুন। একাধিক ব্যক্তি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতেই পারে। কিন্তু বর্তমান সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের উপরই ভরসা রাখুন। আপাতত বিনোদনমূলক বিষয়ে অতিরিক্ত সময় ব্যয় না করাই ভাল।
কুম্ভ- দৈনন্দিন কোনও কাজের জন্য সময় বের করতে হবে। নিজের পরিচিত জগত থেকে বেরিয়ে কিছু করার চেষ্টা থাকলে এখন তা ভাল সময়। সময় মেপে সব কিছু সবসময় করা যায় না। তার জন্য উদ্বেগ করার প্রয়োজন নেই।
মীন- কোনও কিছু নিয়ে বেশিদিন ধরে মন খারাপ করে থাকার কোনও যুক্তি নেই। জীবনে নতুন মানুষ, নতুন সুযোগ আসছে, সেগুলির দিকে মনোনিবেশ করুন। পুরনো কোনও যোগাযোগে লাভ হতে পারে। কোনও প্ল্যান বাতিল হতে পারে।