কলকাতা: ভালো সময় আসুক না আসুক, অপেক্ষায় থাকবেন না। দেখবেন অজান্তে ভোরের আলোর মতো আপনাকে কখন ভালোবেসে জড়িয়ে ধরবে। ব্যাস, ভুলে যাবেন, আগে কী হয়েছিল, কতটা যন্ত্রণা গভীরে রয়েছে। সব এক মুহূর্তেই ম্লান। একরাশ ভালো লাগা নিয়ে আপনি দিন কাটাবেন। তাই কিছু না ভেবেই একবার দেখে নিন আজকের রাশিফল (Daily Horoscope)। ভাল খবর হলে আবেগে মাতবেন না, খারাপ হলে সতর্ক থাকুন, এই দুইয়ের মিশেলেই আপনার জীবন। আজ ১৭ অক্টোবার ,সোমবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি (zodiac sign)? চলুন জেনে নেওয়া যাক।
মেষ: কোনও কাজ নিয়ে চিন্তায় থাকলে আজ তা মিটে যাবে। পুরনো কোনও ভুলের জন্য অনুতাপ হতে পারে। প্রিয়জনের থেকে সুসংবাদ পেতে পারেন।
বৃষ: ভালো-মন্দ মিশিয়ে দিন কাটবে। কোনও বন্ধু বা জীবনসঙ্গীর জন্য উপহার নিয়ে আসতে পারেন। কোনও লক্ষ্যপূরণ হতে পারে আজ, তবে সে জন্য কিছুটা দুশ্চিন্তায় কাটতে পারে।
মিথুন: ব্যবসায় কোনও নতুন উদ্যোগ আশানুরূপ ফলাফল আনতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো হওয়ায় পরিবারের সদস্যদের চাহিদাপূরণ সহজ হবে। কোনও বন্ধুর কারণে গার্হস্থ্য জীবনে সমস্যা হতে পারে।
কর্কট: আজ খুশির খবর আসতে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তবে পারিবারিক কলহে অশান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
সিংহ: আজ কোনও বিশেষ কাজ করতে পারেন সিংহ রাশির জাতকরা। কোনও কাজ নিয়ে দুশ্চিন্তা থাকলে আজ তা দূর হতে পারে। পড়ুয়ারা কোনও প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারেন।
কন্যা: আইনি জটিলতা নিয়ে চিন্তায় থাকলে আজকের দিনটা সতর্ক থাকুন। বিবেচনা করে এই সব বিষয়ে পদক্ষেপ করবেন। নববিবাহিত দম্পতির জীবন নতুন সদস্য আসার যোগ রয়েছে।
তুলা: মোটের উপর আজকের দিন ভাল কাটবে। অংশীদারিত্বে কারও সঙ্গে ব্যবসা করলে তাঁর সঙ্গে বোঝাবুঝি যেন স্পষ্ট থাকে। মা-বাবার সেবা-শুশ্রুষা করতে হতে পারে। পুরনো কোনও ভুলের মাশুল গোনার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক: কিছুটা দুশ্চিন্তায় কাটতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা থাকলে গুরুজনদের সঙ্গে কথা বলুন। তার পর সিদ্ধান্ত নিন।
ধনু: আজ এই রাশির জাতকদের অর্থযোগের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে, ফলে মন ভালো থাকবে। কিন্তু কিছু বিচক্ষণ মানুষের সঙ্গে কথা বলা দরকার।
মকর: ইতিবাচক ফললাভের সম্ভাবনা রয়েছে। সুখবর পেতে পারেন বিবাহিত দম্পতিরা। ব্যবসায় সিনিয়রদের পরামর্শ নিন।
কুম্ভ: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।
মীন: কোনও বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে বিবাহিত দম্পতিদের জন্য সুখের সময়।