কলকাতা: বুধবার, ২৯ জুন। আজ কেমন যাবে দিনটি। কেমন হবে ব্যবসা? কোন খাতে বইবে সম্পর্ক? এক নজরে দেখে নিন আজকে আপনার রাশিফল। 

মেষ আজ আপনি খুব অনুভূতিপ্রবণ হবেন। আজ আপনি ঘরেই থাকতে চাইবেন। ঘর গোছানোয় মন দিতে পারেন। কোনও বন্ধু-আত্মীয়কে ফোন করে কথা বলতে পারেন। পোষ্য থাকলে তার সঙ্গে সময় কাটান। 

বৃষদিনের প্রথম দিকে ব্যক্তিগত সমস্যা ভোগাতে পারে। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আপনার মনের মতো বাকিরা নাও হতে পারে। প্রত্যেকের নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে, সেটা মেনে নিন। মাথা গরম করবেন না, ভাল দিকে মন দিন। হাতে থাকা বাকি কাজগুলি আজ শেষ করুন।      

মিথুনআজকের দিনটি একটু বাধাবিপত্তির মধ্যেই কাটবে। অনেকসময় বিরক্তি আসতে পারে, তবে অত সহজে হার মানবেন না। খরচের দিকে খেয়াল রাখুন। কোন ধারবাকি থাকলে মিটিয়ে দিন। বেশি চিন্তা করবেন না। এমন পরিস্থিতি বেশিদিন থাকবে না।    কর্কটআজ একাধিক ভাল খবর রয়েছে। সুযোগের সদব্যবহার করুন। আপনার সমর্থনে অনেকে কাজ করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনও কিছুর জন্য খেটে আসছেন, তাঁরা ফল পেতে পারেন। ধৈর্য্য এবং বুদ্ধির কারণেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠবেন আপনি। 

সিংহমনের কথা চেপে রাখবেন না। কেউ আপনার কথার গুরুত্ব না দিলে রাগ করবেন না। কারও উপর নিজের ভাবনাচিন্তা চাপিয়ে দেওয়া উচিত না। লক্ষ্য স্থির রাখুন এবং সেটা পাওয়ার জন্য কাজ করে যান।  

কন্যাকল্পনার জগতে থাকবেন না, বাস্তবের মাটিতে দাঁড়ানো প্রয়োজন। প্রয়োজনীয় দিকে খেয়াল রাখুন। মনস্থির করে কাজ করলে কোনও কাজেই সমস্যা হবে না। যা লক্ষ্যমাত্রা থাকবে তা পূরণ করতে পারবেন। 

তুলাআজ দিনটা ভালই কাটবেন। নিজের প্রতি যত্নশীল হোন, আশেপাশে থাকা মানুষজন বা কাজের প্রতিও যত্ন নিন। কারও কথা মন দিয়ে শুনতে হতে পারে। আজ কোনওরকম ঝগড়া-অশান্তি করবেন না। পছন্দের সঙ্গীর সঙ্গে সময় কাটান। 

বৃশ্চিকআজকের দিন আপনার ভাল কাটবে। ভাল সুযোগ এলে তা ব্যবহার করুন। আপনার মন ভাল থাকবে, আত্মবিশ্বাসী অনুভব করবেন। এর জন্য একাধিক কাজ সহজেই করতে পারবেন। জীবনে যা করার পরিকল্পনা রয়েছে, তার জন্য় এখন থেকেই কাজ করতে শুরু করুন।   

ধনুআজ জমে থাকা সব কাজ শেষ করার দিকে মনোযোগ দিন। আজ হয়তো ইচ্ছে থাকলেও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবেন না। নিজের কেরিয়ারের দিকে মন দিন।    মকরআজ বিভিন্ন চিন্তাভাবনা মনে আসবে। মনে দোলাচল হলেও তার কারণ বুঝতে পারবেন না। ঘনিষ্ঠ কাউকে নিজের পরিস্থিতির কথা বলতে পারেন, উপকার মিলবে। প্রয়োজনে নিজের জন্য সময় দিন। যা শুনবেন সবটাই সত্যি নয়, তাই সবদিকে মনোযোগ দেবেন না। 

কুম্ভআজ উৎফুল্ল অনুভব করবেন। যা ইচ্ছে রয়েছে, সেগুলি পূরণ করতে পারবেন। কারও প্রভাব ক্ষতিকর মনে হলে তাঁকে বা তাঁদেরকে এড়িয়ে চলুন। এমন অবস্থা বেশিদিন স্থায়ী হবে না। পছন্দের কারও সঙ্গে সময় কাটাতে পারেন, মন ভাল থাকবে।   

মীনআজ আপনারই দিন। যাবতীয় নজর আপনার উপরেই থাকবে। যা কাজ করেছেন, তার সাফল্যের ভাগ নিতে ভুলবেন না। নিজের মতো করে চলুন, সেটাও বাকিরা মেনে নেবেন। এখন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার ভাল সময়।