কলকাতা: হোয়াটসঅ্যাপ (Whatsapp) বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া (Social Media) মাধ্যম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখের নিমেষে বার্তা পাঠানো যায় এই মেসেজিং অ্যাপের (Messaging App) মাধ্যমে। প্রায় প্রতিদিনই হোয়াটসঅ্যাপের বিভিন্ন নতুন ফিচারও লঞ্চ হয়। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের বিভিন্ন ট্রিকস (Whatsapp Tricks and Tips) রয়েছে যা ইউজারদের অতি অবশ্যই শিখে নেওয়া প্রয়োজন। যেমন- হোয়াটসঅ্যাপে কিন্তু টাইপ না করেও কাউকে মেসেজ পাঠাতে পারবেন। অনেকেই হয়তো এই ট্রিকস জানেন না। তাঁরা শিখে নিন এই কৌশল। রইল কয়েকটি সহজ টিপস। সেগুলো অনুসরণ করলেই আপনি হোয়াটসঅ্যাপের এই ট্রিকস শিখে নিতে পারবেন।


হোয়াটসঅ্যাপে টাইপ না করেও কীভাবে মেসেজ পাঠাবেন, দেখে নিন


একটা সহজ পদ্ধতি হল ভয়েস মেসেজ করে দেওয়া। অর্থাৎ অডিয়োর মাধ্যমে কাউকে আপনি বার্তা পাঠাতে পারবেন। তবে এছাড়া অন্য উপায়ও রয়েছে। সেখানে আপনার হয়ে অন্য কেউ টাইপ করে দেবে মেসেজ। অর্থাৎ আপনি যে বার্তা পাঠাতে চান সেটা মুখে বললেই অন্য কেউ সেটা টাইপ করে ওই নির্দিষ্ট ইউজারকে পাঠিয়ে দেবে। এখানে গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্টে মেসেজ টাইপ করা সম্ভব। তার জন্য বেশ কয়েকটি পদ্ধতি জানতে হবে।


স্টেপ ১- আপনার ফোনে গুগল অ্যাসিসট্যান্ট অ্যাপ খুলুন, অথবা এই ফিচার অ্যাক্টিভেট করার জন্য বলুন ‘Hey Google’।


স্টেপ ২- এই ডিজিটাল অ্যাসিসট্যান্ট অ্যাক্টিভেট হয়ে গেলে অ্যাপের তরফেই আপনার কাছে বার্তা আসবে। এবার আপনাকে বলতে হবে যে কোন নির্দিষ্ট নম্বরে আপনি মেসেজ পাঠাতে চান। একটু সতর্ক হয়ে সঠিক ব্যক্তির নাম এবং নম্বর বলতে হবে।


স্টেপ ৩- এবার আপনার কাছে মেসেজের বয়ান জানতে চাওয়া হবে, যা আপনাকে বলতে হবে।


স্টেপ ৪- এরপর আপনার হয়ে গুগল অ্যাসিসট্যান্টই ওই মেসেজ টাইপ করে দেবে এবং তা পাঠানোর আগে আপনাকে দেখাবে।


স্টেপ ৫- সবশেষ পর্যায়ে আপনাকে বলতে হবে ‘Okay, Send it’। এটুকু বলে দিলেই নির্দিষ্ট ব্যক্তির কাছে আপনার মেসেজ পৌঁছে যাবে।  


আরও পড়ুন- ৯ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস