ডিসেম্বর ২০২৩ গ্রহ গোচর ( December 2023 Graha Gochar ) : ডিসেম্বরে  বুধ, সূর্য, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের গতিবিধি পরিবর্তন হতে চলেছে। এর ফলে বছরের শেষে, বৃহস্পতি গ্রহ সরাসরি হতে চলেছে। আর সেখানে বুধ অবস্থান পরিবর্তন করে যাবে পিছিয়ে। এই অবস্থান পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করবে। এর ফলে কোনও রাশির পৌষমাস তো কোনও রাশির কপালে দুর্যোগ। 

  • বুধকে বলা হয় গ্রহের রাজপুত্র। বুধ, ১৩ ডিসেম্বর তারিখে দুপুর সাড়ে ১২  টা নাগাদ বিপরীতমুখী অবস্থায় চলে যাবে। বুধ ২ জানুয়ারি, ২০২৪ এ সরাসরি থাকবে। 
  • সূর্যরও স্থান পরিবর্তন হবে জ্যোতিষ পরিভাষায়।  সূর্য দেবতা ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৪.৯ টায় ধনু রাশিতে প্রবেশ করবে। এই দিন থেকে মলমাস শুরু হবে এবং শুভ কাজ নিষিদ্ধ হয়ে যাবে। এরপর থেকে টানা এক মাস কোনও শুভ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। 
  • এই ডিসেম্বরেই শুক্র ২৫ ডিসেম্বর তারিখে সকাল ৬.৫৫ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্রের রাশি পরিবর্তনের কারণে কর্কট, সিংহ, মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় লাভবান হবেন।
  • মঙ্গলের স্থান পরিবর্তনও ঘটবে। গ্রহ সেনাপতি বলা হয় মঙ্গলকে।  ২৮ ডিসেম্বর তারিখে ১২.৩৬ এ ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য এবং মঙ্গল গ্রহের একটি সংমিশ্রণ এখানে ইতিমধ্যে উপস্থিত হবে।
  • বুধ  ২৮  ডিসেম্বর তারিখে বুধ সকাল ১০ টা ৩৯ এ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বৃষ ও ধনু রাশির জাতক জাতিকারা এতে উপকৃত হবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
  • দেব গুরু বৃহস্পতি ৩১ শে ডিসেম্বর তারিখে  সকাল ৮.০৯  টায় সরাসরি থাকবে ৷ এর কারণে মেষ, মিথুন এবং সিংহ রাশির জাতকরা বৈষয়িক সুখ পাবেন।  
  • ১২ টি রাশির লাভ বা ক্ষতি
    শুভ প্রভাব মিথুন, বৃশ্চিক, মকর ও মীন
    অশুভ প্রভাব বৃষ, সিংহ, তুলা এবং কুম্ভ
     
    ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)