কার্তিক পূর্ণিমা। এদিনই দেশজুড়ে পালন হবে দেব দীপাবলি। বারাণসীতে দেব দীপাবলি সাড়ম্বরে পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে, এদিন দেবাদিদেব মহাদেব রাক্ষস ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে অসুরদের উৎপাতে স্বর্গ ছাড়তে হয়েছিল দেবদেবীদের। স্বর্গ ফিরে পাওয়ার খুশিতে কার্তিক পূর্ণিমা তিথিতেই দেবতারা দীপাবলি উদযাপন করেন।
আরেকটি বিশ্বাসও আছে এই দেব দীপাবলি পালন ঘিরে। মনে করা হয় , এই দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় পূর্ণ আচারের সঙ্গে। এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে আর্থিক লাভ হয়।
এ বছরের গণনা অনুসারে, শনি এই পূর্ণিমা তিথিতেই ১৬ নভেম্বর, শনিদেব সরাসরি গতিতে আসবেন কুম্ভ রাশিতে। তার ফলে দেব দীপাবলিতে যেমন দেবতারা স্বর্গ ফিরে পেয়েছিলেন, তেমনই সৌভাগ্য ফিরে পাবে কয়েকটি রাশির জাতকরা।
বৃষ রাশি
দেব দীপাবলির পর থেকে বৃষ রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন শনিদেব। সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাঁদের ঘরে । দীর্ঘদিনের পড়ে থাকা কাজও শেষ হবে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকা হলে, দেব দীপাবলির পর থেকে সৌভাগ্যের মুখ দেখবেন। প্রতিটি ক্ষেত্রে সাফল্য অনেকটাই সুনিশ্চিত হবে। সম্পদ আসবে। অন্নের অভাব হবে না। সমাজে সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির দিকে এগোতে পারেন । সার্বিক আরাম পাবেন। নতুন বাড়ি বা যানবাহন কেনার কথা ভাবতেই পারেন। অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে।
কর্কট রাশি
শনির এই গতি কর্কট রাশির জাতকদের জন্যও উপকারী হবে। জীবনে সুখ থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে লাভ হবে। বেতন বৃদ্ধি হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টি অনুকূল হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।