কলকাতা : দেবীপক্ষ শুরু শুধু সময়ের অপেক্ষা।  নবরাত্রির সময়, দেবী দুর্গার আরাধনায় মাতে আসমুদ্র হিমাচল। আর বাঙালির দুর্গা পুজো মানে তো মেয়ের ঘরে ফেরা। জ্যোতিষশাস্ত্রে মা দুর্গার প্রিয় রাশি বলে কয়েকটি রাশিকে ধরা হয়। মা দুর্গা সমস্ত রাশির প্রতি বিশেষ সদয়। কয়েকটি রাশি আছে যেগুলি মা দুর্গার মনে সবথেকে কাছের।  তার মধ্যে রয়েছে - 


মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা খুব ভাগ্যবান।  মা দুর্গা তাদের সঙ্গে থাকে সবসময়।  নবরাত্রির সময় মেষ রাশির জাতকদের সব কাজে সাফল্য আসে। ভাগ্য সবসময় মেষ রাশির পক্ষে থাকে। মা দুর্গার কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা  তাদের সন্তানদের কাছ থেকে কিছু সুখবর শুনতে পেতে পারেন এবার নবরাত্রির সময়। বিদ্যালাভে সিদ্ধি হয়। সঞ্চয় করতে পারবেন । 


সিংহ রাশি
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, মা দুর্গা সবসময় সিংহ রাশির জাতকদের প্রতি দয়ালু হন। মা দুর্গার প্রাণভরা আশীর্বাদ বর্ষিত হয় এই রাশির উপর। মা দুর্গার কৃপায়, ভাগ্য সব সময় সিংহ রাশির জাতকদের পক্ষে থাকে। ব্যবসায় অগ্রগতি হতে পারে। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে পারেন এ সময়। পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে। সব পরিস্থিতিতে জীবনসঙ্গীর সমর্থন পাবেন।                                


তুলা রাশি
তুলা রাশি হলে কোনও চিন্তা নেই। এই রাশির জাতক জাতিকাদের প্রতি মা দুর্গা সর্বদা সদয় হন। জ্যোতিষীদের মতে, মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতকরা। এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা   রয়েছে । যাঁরা বিবাহিত তাঁদের জীবনে সুখ আসবে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা ব্যবসার প্রসার ঘটাতে পারবেন।      


পুজোর তারিখ


মহালয়া  ২ অক্টোবর, বুধবার 
পঞ্চমী তিথি ২১ আশ্বিন, ৮ অক্টোবর, মঙ্গলবার 
ষষ্ঠী  ২২ আশ্বিন, ৯ অক্টোবর, বুধবার
সপ্তমী  ২৩ আশ্বিন, ১০ অক্টোবর, বৃহস্পতিবার
মহাষ্টমী ও মহানবমী ২৪ আশ্বিন, ১১ অক্টোবর, শুক্রবার 
বিজয়া দশমী  ২৫ আশ্বিন, ১২ অক্টোবর, শনিবার


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।