নবগ্রহের মধ্যে গুরু দেব বৃহস্পতিকে সকল গ্রহের মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গুরু বৃহস্পতিকে দেবগুরু বলে মনে করা হয়। গুরুগ্রহ শনির মতোই সবচেয়ে মন্থর গতিতে চলে। গুরুগ্রহ বৃহস্পতি যখন নিজের গতি পরিবর্তন করেন, তখন অনেক রাশির জন্য সুখ নিয়ে আসেন।
2025 সালে গুরু গোচর কখন? (Jupiter Transit 2025)
- ২০২৫ সালে গুরু গ্রহের প্রথম রাশি পরিবর্তন ১৫ মে , মিথুন রাশি। গুরু গ্রহ বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে।
- এরপর বৃহস্পতির দ্বিতীয় গোচর ১৯ অক্টোবর কর্কট রাশিতে হবে। চন্দ্র দেবের রাশিতে গুরু ৫ মাস পর গোচর করবেন।
- ২০২৫ সালের ১১ নভেম্বর গুরু কর্কট রাশিতে বক্রি অবস্থায় থাকবেন। অর্থাৎ উল্টো গতিতে চলবেন। এরপর ৪ ডিসেম্বর ফের মিথুন রাশিতে ফিরবে।
গুরু গোচর 2025 থেকে এই রাশিগুলি লাভবান হবে (Rashifal 2025)
মেষ রাশি (Aries 2025)-
মেষ রাশির জাতকদের জন্য গুরু গোচর এই বছর ভাল ফল দিতে পারে। মেষ রাশির জাতকরা ভাগ্যের সহায়তা পাবে। এই রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। যদি চাকরি বা ব্যবসা করেন তবে, উন্নতির পথে এগিয়ে যাবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
ধনু (Sagittarius 2025)-
ধনু রাশির জাতকদের জন্য ২০২৫ সালে গুরু গোচর লাভ এবং নানারকম সুযোগ-সুবিধা নিয়ে আসবে। চাকরিজীবীদের ভালো সুযোগ হাতে আসবে। এই রাশির জাতকদের কাজের প্রশংসা সর্বত্র হবে। এই রাশির জাতকদের ব্যবসাচমৎকারভাবে চলবে এবং কোনও সুখবর পেতে পারেন।
কুম্ভ (Aquarius 2025)-
কুম্ভ রাশির জাতকদের জন্য গুরু গোচর লাভজনক হতে চলেছে। এই সময় সন্তান সুখ পেতে পারেন। জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন। চাকরি খুঁজছিলেন এতদিন? তাহলে সেই খোঁজাটা শেষ হবে। আপনি অপার সাফল্য পেতে পারেন।
বৃহস্পতি জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রণে রাখে। যেমন শিক্ষা, সন্তান, সম্পদ, ভাগ্য, আধ্যাত্মিকতা ইত্যাদি। এই বিষয়গুলি সরাসরি বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়। যাঁরা সফল কেরিয়ারে উন্নতি করতে চান এবং প্রচুর সম্পদ অর্জন করতে চান তাঁদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান সম্পর্কে সতর্ক হওয়া উচিত ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।