গুরু গোচর ২০২৫: দেবগুরু বৃহস্পতিকে সুখ-সৌভাগ্য,ঐশ্বর্য, জ্ঞানের কারক বলে মনে করা হয়। গুরু গ্রহকে শুভ গ্রহের শ্রেণীতে রাখা হয়। এই গ্রহ কোনও ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব ফেলে । বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এনে দেয়। তবে গুরুর প্রভাব সব রাশির উপর একই রকম নয়, ভিন্ন ভিন্নও হয়।
২০২৫ সালে অতিচারী গুরুর প্রভাব
মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে। শনির পর বৃহস্পতির গোচরকে বছরের দ্বিতীয় বৃহত্তম গোচর বলা হচ্ছে। আর এই বছর গুরুর গোচর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রবিদদের মতে। সাধারণত প্রায় বৃহস্পতি ১৩ মাসে রাশি পরিবর্তন করে। কিন্তু এই বছর বৃহস্পতি এক বছরে ৩ বার রাশি পরিবর্তন করবে।
বৃহস্পতি ১৪ মে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং ১৮ অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে। ফলে ১৪ মে থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সময়টা কয়েকটি রাশির জন্য প্রতিকূল হতে চলেছে। এই সময়টায় এই রাশিগুলিকে মানসিকসমস্যার সম্মুখীন করতে পারে। আসুন জেনে নিই বৃহস্পতির গোচর আপনার রাশির উপর কেমন প্রভাব ফেলবে।
অতিচারী গুরু মে মাসের পর কোন কোন রাশিকে কষ্টে রাখতে পারে
মিথুন রাশি: বৃহস্পতির গোচর মিথুন রাশিতেই হচ্ছে, যা আপনার মানসিক চাপ বাড়িয়ে তুলবে। তাই এই সময় খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। ধৈর্য্য ধরে কাজ করতে হবে। ঝগড়া এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে।
কর্কট রাশি: বৃহস্পতি কর্কট রাশির জাতকদের ষষ্ঠ ও নবম ভাবের অধিপতি এবং এই রাশির দ্বাদশ ভাবে গোচর করবে। এর ফলে ব্যয় বৃদ্ধি পাবে। তবে এই সময় ধর্ম-কর্মের প্রতি এই রাশির জাতকদের আগ্রহ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি: গুরুর গোচর এই রাশির অষ্টম ভাবে থাকবে, যা এই রাশির জন্য শুভ বলা যাবে না। কারণ মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বৃহস্পতি অসুবিধা বাড়িয়ে তুলবে। এই সময় কাজে বাধা আসবে, খরচ বাড়বে এবং স্বাস্থ্য নিয়েও সমস্যা হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।