কলকাতা: সোমবার, ২৮ এপ্রিল ছিল কোয়েল মল্লিকের (Koel Mallick) জন্মদিন। আর সেই দিনই মুক্তি পেল তাঁর নতুন ছবির পোস্টার। এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছে আগেই। আর এবার প্রকাশ্যে এল সায়ন্তন ঘোষালের (Sayantan Ghosal) নতুন ছবি 'সোনার কেল্লায় যকের ধন'-এর প্রথম ঝলক। ছবি মুখ্যভূমিকায় রয়েছেন, কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), ও সুপ্রভাত দাস (Suprobhat Das)। 

যকের ধন সিরিজের তৃতীয় ভাগ হল এই ছবিটি। 'সোনার কেল্লায় যকের ধন'। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার নস্ট্যালজিয়া ছুঁয়েই তৈরি হয়েছে এই ছবি। আগের মতোই মনোবিদ ডাঃ রুবি চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। কুমার ও বিমলের ভূমিকায় দেখা যাবে পরমব্রত ও গৌরবকে। সত্যজিতের নস্ট্যালজিয়া ছুঁয়ে এই ছবিতে রয়েছে মুকুল ও। সে এখন বড় হয়ে গিয়েছে। এই চরিত্রে দেখা যাবে সুপ্রভাত দাসকে। এই ৩ জনের সঙ্গে অভিযানে বেরিয়ে পড়বে মুকুলও। সোনার কেল্লা তারা করবে এক পরশ পাথরের খোঁজ। 

আজ প্রকাশ্য়ে এসেছে ছবির মুক্তির দিনও। চলতি বছরের ৩০ মে, অর্থাৎ গরমের ছুটিতে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। ছবির অধিকাংশ অংশের শ্যুটিং হয়েছে রাজস্থান ও জয়সলমীরে। এই ছবির শ্যুটিংয়ের সময় সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো মুহূর্ত ভাগ করে নিতেন কোয়েল মল্লিক। সেই সময়ে কোয়েল অন্তঃসত্ত্বা ছিলেন না। মায়ের সঙ্গে দেখা করার জন্য একবার ছবির সেটে চলে এসেছিল ছোট্ট কবীর ও। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত মুহূর্ত ও ভাগ করে নিয়েছিলেন কোয়েল। এই ছবিটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।

এর আগে, 'যকের ধন' সিরিজের আগের ছবিগুলি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর তাই, নতুন এই ছবির পরিকল্পনা। সত্যজিৎ রায়ের গল্পের থেকে রসদ নিয়ে তৈরি হবে নতুন গল্প।আর সেই ছবির সেট থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছিলেন কোয়েল মল্লিক। আর সেই ছবিতে টলিউডের অন্যান্য নায়িকারা প্রশংসাই করেছিলেন। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) লিখেছিলেন, 'একজনকে তো ভীষণ সুন্দর লাগছে।' ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লিখেছিলেন, 'সুন্দরী কোয়েল'। নুসরত জাহান (Nusrat Jahan) লিখেছিলেন, 'ডিভা' (Diva)। কোয়েলের পোস্ট দেখে আন্দাজ করা গিয়েছিল, জয়সলমীরে উপভোগ্য ঠাণ্ডা রয়েছে। আর সেই শ্যুটিং শেষ, এবার অপেক্ষা কেবল ছবি মুক্তির।