কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন বলিউডে প্রায় সমস্ত তারকাই। প্রত্যেকেই একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন, তেমনই আর পাঁচটা সাধারণ মানুষের মতো ফুঁসছেন রাগে, ক্ষোভে। শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে সলমন খান (Salman Khan), প্রত্যেকেই এই নারকীয় ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হওয়ার এক সপ্তাহ পূর্ণ হতে চলেছে। কিন্তু এখনও পুরো দেশ এই ঘটনায় স্তব্ধ। এই হামলায় অনেক পর্যটক প্রাণ হারিয়েছেন। যার জন্য শুধুমাত্র রাজনীতিবিদ নয়, তারকারাও প্রচুর ক্ষোভ প্রকাশ করেছেন। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকী এই ঘটনা নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে, তিনি এই ঘটনা নিয়ে ক্ষুদ্ধ।

পহেলগাঁও-এর হামলা সম্পর্কে নওয়াজউদ্দিন

বর্তমানে নওয়াজউদ্দিন তাঁর নতুন ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। তবে কাশ্মীরের ঘটনার প্রতিবাদে অনেক অনুষ্ঠানে অভিনেতা হাতে কালো আর্মব্যান্ড বেঁধে হাজির হয়েছেন। সম্প্রতি এখন একটি অনুষ্ঠানে নিয়ে নওয়াজউদ্দিন এই বিষয়ে খোলাখুলি ভাবে কথা বলেছেন। এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে নওয়াজ বলেছেন, ‘আমার মনে অনেক রাগ এবং দুঃখ আছে। আমাদের সরকার কাজ করছে এবং সন্ত্রাসবাদীদের শাস্তি অবশ্যই হবে। এই ঘটনা খুব লজ্জাজনক।’

 

'এই ঘটনার বিরুদ্ধে পুরো দেশ একত্রিত হয়েছে', বলছেন নওয়াজ

নওয়াজ আরও বলেছেন, ‘এই ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমি শুধু এটাই বলব যে, কাশ্মীরের মানুষ যেমন ভাবে পর্যটকদের স্বাগত জানায়, তা টাকাপয়সা এবং অন্যান্য সবকিছুর থেকে অনেক উর্ধ্বে। কাশ্মীরিদের হৃদয়ে সেখানে আসা সকল পর্যটকের জন্য শুধুমাত্র ভালোবাসা রয়েছে। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক বা খ্রিস্টান হোক, সকলেই এমন দুঃখের সময়ে একসঙ্গে এসে যায়। এটাই আমাদের জন্য গর্বের বিষয়। এই ঘটনার বিরুদ্ধে পুরো দেশ এক হয়ে গিয়েছে। সবাই প্রতিবাদ করছেন।’