আগামীকালের রাশিফল, ১৭ মার্চ ২০২৫: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। আগামীকালের রাশিফল, মেষ, মিথুন, কন্য়া রাশির জাতকদের জন্য বিশেষ হতে চলেছে। আগামীকাল মেষ থেকে মীন, ১২ রাশির জাতকদের কেমন যাবে দিন ? বিস্তারিত জেনে নিন আগামীকালের রাশিফল (Horoscope Tomorrow).
মেষ রাশি: আগামীকাল আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর থেকে পূর্ণ সমর্থন পেতে পারেন। কারও থেকে ধার নিয়ে থাকলে, মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। না হলে সে আপনার থেকে এবার চাইতে পারে। আপনার চারিপাশের মানুষের সঙ্গে দূরত্ব রেখে চলুন, না হলে সমস্যায় পড়তে পারেন। সন্তানদের থেকে ভাল খবর পাবেন।
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য আগামীকাল ভাল যাবে দিন। মায়ের দিক থেকে সম্মান পাবেন। আপনার চলার পথে বাধা দূর হবে এবার। যে সকল ব্যবসায়ী বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। কারও কথায় মনখারাপ হতে পারে।
মিথুন রাশি: আগামীকাল এই রাশির জাতক-জাতিকাদের পদমর্যাদা বাড়তে পারে। কর্মক্ষেত্রে শোনা কথায় কান দেবেন না। না হলে বচসায় মোড় নিতে পারে। স্ত্রীর সঙ্গে ডিনারে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন। জোরে চলে এমন কোনওকিছুতে চড়বেন না। না হলে বিপদের আশঙ্কা বাড়বে। সতর্ক থাকবেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য আগামীকাল ভাল যাবে দিন। ব্যবসায় পরিশ্রম করলেই সাফল্য মিলবে। তবে চড়াই উতরাই থাকবে। আয় বাড়তে পারে। কাজের জায়গায় তাড়াহুড়ো করবেন না। সন্তানদের উন্নতি চোখের সামনে দেখতে পাবেন।
সিংহ রাশি :এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামীকাল ভাল মন্দ মিশিয়ে যাবে দিন। পরিবারের কারও দীর্ঘ দিন বিয়ে হচ্ছে না? এবার সেই বাধা তাহলে দূর হয়ে যাবে। অবিবাহিতদের বিবাহ চূড়ান্ত হবে।
কন্যা রাশি : এই রাশির জাতকদের ব্যবসায় মনোযোগ দিতে হবে। বাবা-মায়ের সঙ্গে শুভ কোনও অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে বড় বিনিয়োগ করতে পারেন। বড়সড় লাভের অঙ্ক ফিরে আসবে।
তুলা রাশি : আইনি বিষয়ে যারা ভুগছেন, আজ তাঁদের জন্য শুভ দিন। আবহাওয়ার কারণে শরীর খারাপ হতে পারে। সাবধান। বাইরে কথা বলার সময় বুঝে কথা বলুন। ভদ্রতা বজায় রাখুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে এই রাশির জাতকরা লাভবান হতে চলেছেন। অতীতের কিছু ভুল থেকে শিক্ষা নিতে হবে। কোনও কাজের জন্য আপনাকে অন্য কারও সাহায্য নিতে হবে।পুরনো বন্ধু অনেকদিন পর দেখা করতে আসতে পারে।
ধনু রাশি: শরীর ভাল নাও থাকতে পারে, নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। আয়ের উৎস বেড়ে যাবে। ছাত্র ছাত্রীরা পড়াশোনার মনোযোগ দিতে হবে। মা-বাবার প্রতি যত্ন নিতে সময় বার করে রাখুন। আটকে থাকা টাকা আপনি ফেরৎ পেতে পারেন।
মকর রাশি: অসম্পূর্ণ কাজগুলি এবার শেষ হবে। কর্মস্থলে সতর্ক থাকুন। আপনার সন্তান পুরস্কার পেতে পারে। ঘুরতে যাওয়ার সম্ভাবনা আসছে।
কুম্ভ রাশি: ভাল-মন্দ মিশিয়ে যাবে দিন। ঝগড়া থেকে দূরে থাকলে ভাল হয়। ধারের টাকা ফেরৎ পাবেন এবার। খাবার প্রতি নজর দিন। কারণ পেটের সমস্যা হতে পারে।
মীন রাশি: আত্মবিশ্বাস ফিরে পাবেন। যারা চাকরি বদলানোর কথা ভাবছেন, তাঁরা আবেদন করলেই সফল হবেন। কঠোর পরিশ্রমের ফল পাবেন।
আরও পড়ুন, চৈত্রের শুরুতেই ভাগ্যে তুফান, আগামী সপ্তাহে কোন কোন রাশির ভাগ্য়ে ইউ-টার্ন?
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।