কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন শুক্রবারের রাশিফল।
মেষ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল যাবে দিন। আইনি বিষয়ে জটিলতা থাকলে, তার সমাধান মিলবে এবার। আপনি আপনার কাজে সফলতা পাবেন। ভবিষ্যত কথা ভেবে যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে তা নিয়ে এগোতে পারেন। ব্যবসায় সমাধান মিলবে।
বৃষ রাশি: আগামীকাল একটু চাপ বাড়তে পারে। সতর্ক থাকবেন। ঠান্ডা মাথায় কাজ করবেন। সমাধান সামনে আসবে। কর্মস্থলে কোনও পরিবর্তন আনলে আপনার জন্য হিতকর হবে। কাজে মনোযোগ বাড়ালে ফল পাবেন। তবে অংশীদারি ইস্যুতে ক্ষতির আশঙ্কা থাকতে পারে। পরিশ্রমের দাম পাবেন। পুরনো বন্ধু সঙ্গে দেখা হতে পারে। খুব ভাল লাগবে।
মিথুন রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল যাবে দিন। অশান্তির কিছুই ঘটবে না। তবে হ্যাঁ, যানবাহনে উঠলে সতর্ক থাকবে। দুর্ঘটনার একটা আশঙ্কা রয়েছে। কোনও অপ্রয়োজনীয় কাজে মাথা ঘামাবেন না । কোনও বিষয়ে পরিবারের পুরো সমর্থন নাও পেতে পারেন। কথা বলার আঘে ভাল করে ভেবে তারপর এগোন। কর্মস্থলে সম্মানিত হতে পারেন।
কর্কট রাশি : শুক্রবার এই রাশির জাতকদের ভাল যাবে দিন। নতুন কোনও কাজের পরিকল্পনা থাকলে , এগোতে পারেন। বাস্তবায়িত হবে তা। ঋণ নিয়ে থাকলে এবার তা মেটাতে পারবেন। কোনও কাজ বা কোনও চুক্তি যদি অসম্পূর্ণ হয়ে থাকে, তা এবার সমাধান মিলবে।
সিংহ রাশি : আগামীকাল এই রাশির জাতকদের জন্য শুভদিন। চাইলে শুক্রবার বিনিয়োগ করতে পারেন। তবে ভাল করে চিন্তাভাবনা করে নিন। ফল ভালই আসবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিন। সন্তানের থেকে ভাল খবর পেতে পারেন।
কন্যা রাশি: এই রাশির জাতকদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল নিতে হবে। স্ত্রীর থেকে উপহার পেতে পারেন। অবাক করা কোনও ঘটনা ঘটতে পারে। অপরিচিত কারও সঙ্গে দেখা হতে পারে।
তুলা রাশি: আগামীকাল বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবারের কারও কথা আঘাত পেতে পারেন। তবে মনে নেবেন না। ছেলে মেয়ের দিকে নজর দিন বেশি করে। ঝগড়ায় কোনও ভাবেই জড়াবেন না।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের আগামীকাল ক্ষতির আশঙ্কা রয়েছে। নতুন কোনও কাজের প্ল্যান থাকলে, এগোতে পারেন। কাজের কারণে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাবার কাছে কিছু বলার থাকলে ভাল করে ভেবে নিন।
ধনু রাশি: আগামীকাল ভাল যাবে দিন। গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। পরিবারে বিতর্কে জড়াতে পারেন। বুঝে এগোন। সব ঠিক হয়ে যাবে।
মকর রাশি: আগামীকাল স্বাস্থ্যের প্রতি একটু নজর বাড়াবেন। সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। উন্নতির পথে বাধা দূর হয়ে যাবে। বাবার কাছে মনের কথা বলতে পারবেন। আগামীকাল সুযোগ থাকবে।
কুম্ভ রাশি : আগামীকাল ক্ষতির আশঙ্কা রয়েছে। নতুন কারও সঙ্গে দেখা হতে পারে। ছেলে মেয়ের কর্মজীবন নিয়ে চিন্তা বাড়তে পারে। কাউকে এইমুহূর্তে টাকা ধার দিলে ফেরৎ পাবেন না। ভ্রমণের সুযোগ আসছে।
মীন রাশি: আগামীকাল একটু সতর্ক থাকবেন। ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। বুঝে পদক্ষেপ নেবেন। পরিবারে খোলামেলা আলোচনা করলে, মঙ্গলজনক ফল মিলবে। সমস্যায় পড়লে, কর্মস্থলে কোনও কথা ভাগ করে নেবেন না। অসুবিধায় পড়তে পারেন। প্রয়োজনে বন্ধুকে মন খুলে বলুন।
আরও পড়ুন, সূর্যের পথে হাঁটবে শনি, ৩ রাশিতে ঝলমলে কপাল, ঝড়ের গতিতে উত্থান
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।