কলকাতা: আগামীকাল বিজেপিকে শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। '২০০-৩০০ জন লোক নিয়ে সমাবেশ করা যাবে, হগ মার্কেট সংলগ্ন এলাকায় সভা করা যাবে।
বিকেল ৬.৩০ থেকে রাত ৯ পর্যন্ত সভা করা যাবে। রাস্তার ডান দিকে স্টেজ করতে হবে, ১০-১২ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া স্টেজ বানানো যাবে। ৫ টি লাউডস্পিকার-এর বেশি ব্যবহার করা যাবে না, মানতে হবে শব্দবিধি। ১০ জন আয়োজকের নাম ও ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। পুলিশকে অন্তত ১০ টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে', পর্যাপ্ত পুলিশ ফোর্স এর ব্যবস্থা রাখতে হবে', নির্দেশ হাইকোর্টের।
প্রসঙ্গত, সদস্য সংগ্রহে ফেল রাজ্য বিজেপি। 'সাধারণ সদস্য' থেকে 'সক্রিয় সদস্য' তৈরির টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারল না গেরুয়া ব্রিগেড। রাজ্য়ের প্রায় ৮০ হাজার বুথের অর্ধেকই বিজেপির সক্রিয় সদস্য থাকছেন না। যা নিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে অসন্তোষ।'সাধারণ সদস্য' সংগ্রহ থেকে শুরু করে...'সক্রিয় সদস্য' তৈরি দুই নিরিখেই টার্গেটের ধারেকাছে পৌঁছতে না পেরে, কার্যত 'ফেল' করল বঙ্গ বিজেপি। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি, গত বছর শেষের দিকে পশ্চিমবঙ্গেও বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। রাজ্য সফরে এসে এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে....ছাব্বিশের ভোটে দুই তৃতীয়াংশ ভোটে এখানে সরকার হবে।
একদিকে চলছিল সাধারণ সদস্য সংগ্রহ অভিযান। অন্যদিকে 'সক্রিয় সদস্য' তৈরির কাজও চলছিল। বিজেপির নিয়ম অনুযায়ী, বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনও কমিটির পদে কাউকে বসতে, হলে তাঁকে সক্রিয় সদস্য হতেই হবে। রাজ্যে এই মুহূর্তে প্রায় ৮০ হাজার বুথ আছে।বিজেপির কর্মসূচি অনুযায়ী, একজন তখনই দলের 'সক্রিয় সদস্য' হতে পারবেন, যখন তিনি অন্তত ৫০জন 'সাধারণ সদস্য' সংগ্রহ করতে পারবেন।সূত্রের খবর, এইভাবে ১ লক্ষ 'সক্রিয় সদস্য' সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছিল।কিন্তু বিজেপি সূত্রে খবর, শুক্রবার 'সক্রিয় সদস্য' সংগ্রহের শেষ দিনে সংখ্য়াটা ৪৫ হাজারও ছোঁয়নি। অর্থাৎ, রাজ্য়ের প্রায় ৮০ হাজার বুথের অর্ধেক বুথেও বিজেপির সক্রিয় সদস্য থাকছেন না। প্রথমে 'সক্রিয় সদস্য' সংগ্রহের অভিযান শেষ হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি। কিন্তু, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ৫ দিন বাড়ানো হয়। ধাপে ধাপে সময়সীমা বাড়ানোর পরও, ছবিটা খুব একটা বদলায়নি। যা নিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে অসন্তোষ।
আরও পড়ুন,কাছে নেই মোবাইল, কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার বছর ৭০ এর বৃদ্ধা !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)