কলকাতা: আর কদিন পরেই দুর্গাপুজো। (Durga Puja 2023) দুর্গাপুজোর সময়টা কেমন যাবে জাতকদের। কোন রাশির জাতকের জন্য কেমন যাবে এই পুজোর দিনগুলি? (astrology)
মেষ: উৎসাহ-উদ্দীপনায় ভরা থাকবেন আপনি। নিজের সবগুণ এই সময় কাজে লাগাতে পারেন। নেতৃত্ব দেওয়ার অভ্যেস তৈরি করুন। নতুন প্রকল্প হাতে আসতে পারে।
বৃষ: নিজের ভাল থাকা সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্য নিয়ে নতুন করে চিন্তা করতে পারেন। খাবারের দিকে খেয়াল রাখুন। নিজের মানসিক শান্তির জন্য নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন।
মিথুন: কৌতূহল এবং অনুসন্ধিৎসা আপনার ভাল গুণ। সেটাই কাজে লাগবে এবার। নতুন কোনও হবি তৈরি হতে পারে এই পুজোয়। আপনার ব্যবহার আপনাকে সবার নজরে আনবে।
কর্কট: পরিবারের সঙ্গে সময় কাটাতেই হয়তো আপনার ভাল লাগে। তাই এবার পরিবারকেই সময় দিন। আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেন। এই শুভ সময় পারিবারিক ক্ষেত্রে যে ফাটল রয়েছে সেগুলি মেরামত করে ফেলতে পারেন।
সিংহ: আপনার আকর্ষণ ক্ষমতা অনেকটাই বেশি। সহজেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন অনেকে। পুজোর সময়েও তাই হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা সৃজনশীল হয়ে থাকেন। এই সময় শিল্প সংক্রান্ত কোনও কাজের সুযোগও আসতে পারে।
কন্য়া: সবকিছুই খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা। দুর্গা পুজোর সময় এই দক্ষতা কাজে লাগতে পারে। সবকিছু পরিকল্পনা করার ক্ষমতা রয়েছে আপনার, সেটাই কাজে লাগান প্ল্যান তৈরিতে।
তুলা: কূটনৈতিক ভাবে সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে আপনার। সম্পর্কে ভারসাম্য রাখতেও আপনার জুড়ি মেলা ভার। ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে ভারসাম্য রাখতে পারবেন এই উৎসবের মরসুমে।
বৃশ্চিক: যে কোনও সময় নিজেকে পরিবর্তন করতে পারেন এই রাশিক জাতক-জাতিকারা। এই উৎসবের মরসুমে নিজেকে নতুন করে তুলে ধরতে পারেন। আধ্যাত্মিকতার দিকেও ঝোঁক তৈরি হতে পারে।
ধনু: অ্যাডভেঞ্চার পছন্দ। নতুন কিছু খুঁজে দেখা এদের স্বভাব। তাই নতুন জায়গা হোক বা নতুন সম্পর্ক, পুজোর আসতে পারে অনেক সুযোগই। নতুন কিছু বিষয় শিখতেও পারেন।
মকর: নিয়মনিষ্ঠ এবং প্র্যাক্টিক্যাল হন এঁরা। অর্থনৈতিক দিক থেকেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। পুজোর সময় আর্থিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন।
কুম্ভ: উদ্ভাবনী চিন্তাভাবনার জন্য এই রাশির জাতকরা প্রসিদ্ধ। নিজের এই গুণেই পুজোর সময়টা চমক দেখাতে পারেন আপনি। নতুন কোনও সামাজিক প্রকল্প তৈরি করতে পারেন। আপনার চিন্তাশক্তির জন্য লোকজনের বাহবা পাবেন আপনি।
মীন: মীন রাশির ব্যক্তিরা তাঁদের গভীর অন্তর্দৃষ্টি এবং সীমাহীন সহানুভূতির জন্য পরিচিত। এই গুণ যাতে প্রকাশ পায় তেমন কোনও কাজ করতে পারেন আপনি। শিল্প, সঙ্গীত বা লেখার মাধ্যমে আপনার সহজাত সংবেদনশীলতা প্রকাশ পাবে, অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন: কর্মস্থলে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের, সপ্তাহটা কেমন কাটবে আপনার?